টি-টোয়েন্টিতে আজ বাংলাদেশের ইংলিশ পরীক্ষা
- আপলোড টাইম : ০৯:৪৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
- / ৭৫ বার পড়া হয়েছে
দুবাইয়ে অনুষ্ঠানরত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে খেলতে যাওয়ার আগে বাংলাদেশের প্রথম লক্ষ্য ছিল অন্তত একটি ম্যাচ জেতা। কারণ প্রায় ১০ বছরের বেশি সময় ধরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ম্যাচ জিততে পারছিল না বাংলাদেশ। এবার বাংলাদেশের নারীরা বিশ্বকাপের প্রথম দিনে, উদ্বোধনী ম্যাচেই চাওয়া পূরণ করেছে। এক দিন বিরতি দিয়ে আজই মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ প্রতিপক্ষ ইংল্যান্ড। খেলা হবে শারজাহতে। যেখানে প্রথম ম্যাচে বাংলাদেশ ১৬ রানে স্কটল্যান্ডকে হারিয়েছিল। সেই মাঠেই দ্বিতীয় ম্যাচে ইংলিশ পরীক্ষা আজ। খেলা শুরু হবে রাত ৮টায়।
বাংলাদেশ যতটা ফুরফুরে অবস্থায় রয়েছে, তার উলটো অবস্থানে রয়েছে ইংল্যান্ড। কারণ ইংল্যান্ড বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য মরিয়া হয়ে আছে। ইংল্যান্ডের আজ প্রথম খেলা। কঠিন সমীকরণের সামনে বাংলাদেশের হাতছানি সেমিতে যাওয়ার। নারী ক্রিকেটাররা কাল দুবাইয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আজকের খেলা তাদের জন্য কঠিন একটি পরীক্ষা মনে করেন বাংলাদেশের মারুফা, নাহিদা, জ্যোতিরা। তারপরও ইংল্যান্ডকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা করার প্রয়োজন মনে করছেন না। নিজেদের সেরা খেলাটা মেলে ধরতে হবে। তবে এটা ঠিক যে, বাংলাদেশ-ইংল্যান্ড সর্বশেষ তিন ম্যাচের পরিসংখ্যান উড়িয়ে দেওয়া যায় না। তিন বারই হেরেছে বাংলাদেশ।
গত বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বোলাররা ছড়ি ঘুরিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে প্রথম ইতিহাস সৃষ্টিকারী বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড নাহিদা আক্তারের হাতে। টি-টোয়েন্টি ক্রিকেটে পুরুষ ও নারী মিলিয়ে নাহিদা হচ্ছেন তৃতীয় বাংলাদেশি ১০০ উইকেট শিকারী। নাহিদা ছাড়াও রয়েছেন সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচটা দিনের আলোতে হলেও আজ ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলবে রাতের আলোয়। দুই ম্যাচের পরিবেশ ভিন্ন। তবে মানিয়ে নেওয়ার জন্য কাল সেভাবেই অনুশীলন করেছেন ক্রিকেটাররা। দলের মধ্যে কোনো পরিবর্তন আসবে কি না, সেটা নিশ্চিত না। জাহানারা আলম প্রথম ম্যাচে বাইরে ছিলেন। আজ তাকে নামানো হবে কি না, সেটা নিশ্চিত করেননি শ্রীলঙ্কান কোচ হাসান তিলকারত্নে।