ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

তিন জেলার সড়কে ৯ জনের প্রাণহানি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
  • / ৬৪ বার পড়া হয়েছে

দেশের তিন জেলার সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন, জামালপুর শহরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ তিনজন ও নীলফামারী জেলায় পৃথক দুটি দুর্ঘটনায় মারা গেছেন ২ জন। শুক্রবার সকালে ও বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাগুলো ঘটে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে কালিহাতী উপজেলার শোলাকুড়া নামক স্থানে শুক্রবার ভোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত দুইজন হলেন- টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার ঘাগড়া গ্রামের বাহার উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৩৩) ও জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মহিষ বায়ান গ্রামের মৃত আ. ওয়াজেদের ছেলে জিয়াউল (৩৫)। এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ নান্নু খান স্থানীয়দের বরাতে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইল হয়ে ময়মনসিংহগামী ক্রাউন ডিলাক্সের একটি বাস টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের শোলাকুড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রম্নতগামী একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলে দুই ব্যক্তি নিহত এবং ২৫ যাত্রী আহত হন।

সংঘর্ষের খবরে স্থানীয় লোকজন, কালিহাতী ফায়ার সার্ভিস এবং এলেঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে আহত ২৫ জনকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজন মারা যান। আহত ২৩ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে পাওয়া আহতরা হচ্ছেন- ঢাকা জেলার ধামরাই উপজেলার সৈয়দপুর গ্রামের মোবারকের ছেলে মন্নু মিয়া (২০), একই গ্রামের শেখ কলিম উদ্দিনের ছেলে রোহান উদ্দিন (১৮), জামালপুর সদর উপজেলার কান্দাইল গ্রামের আবেদ আলীর ছেলে আসাদ (৩৬), একই জেলার সরিষাবাড়ী উপজেলার বাউমি গ্রামের মো. সোমর আলীর ছেলে রফিক (৩৫), একই উপজেলার কুচুলিয়া গ্রামের ফজলের ছেলে মো. সাগর (২৫), একই গ্রামের ওয়াজউদ্দিনের ছেলে সোলায়মান (৪০), মাদারগঞ্জ উপজেলার বেড়ামাটি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মশিউর (৩৫), একই জেলার মাদারগঞ্জ সদর উপজেলার মজিবরের ছেলে নুরনবী (২৫), সরিষাবাড়ী উপজেলার বাঁশবাড়ী গ্রামের সাগরের স্ত্রী রাজিয়া (৩০), বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ছোনপচা গ্রামের খায়রুলের ছেলে মাজেদ (৩০), টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ফয়েজপুর গ্রামের মৃত তুফান শেখের ছেলে ময়নাল শেখ (৬০), একই উপজেলার বিহালী গ্রামের নজরুল ইসলামের ছেলে জসিম উদ্দিন (৪০), একই জেলার ধনবাড়ী উপজেলা সদরের ধনবাড়ী গ্রামের মৃত জুলহাস উদ্দিনের ছেলে সেলিম (৪০), ঘাটাইল উপজেলার নলনা গ্রামের আ. বারেকের ছেলে খোকন (৩৫)। এছাড়া খলিলের ছেলে নাজির (২৮), রাজ্জাক (৩০)। এছাড়া দুর্ঘটনাকবলিত ক্রাউন ডিলাক্স বাসের চালকও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। অন্য চারজন বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ায় তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

তিন জেলার সড়কে ৯ জনের প্রাণহানি

আপলোড টাইম : ০৯:৪৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪

দেশের তিন জেলার সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন, জামালপুর শহরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ তিনজন ও নীলফামারী জেলায় পৃথক দুটি দুর্ঘটনায় মারা গেছেন ২ জন। শুক্রবার সকালে ও বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাগুলো ঘটে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে কালিহাতী উপজেলার শোলাকুড়া নামক স্থানে শুক্রবার ভোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত দুইজন হলেন- টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার ঘাগড়া গ্রামের বাহার উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৩৩) ও জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মহিষ বায়ান গ্রামের মৃত আ. ওয়াজেদের ছেলে জিয়াউল (৩৫)। এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ নান্নু খান স্থানীয়দের বরাতে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইল হয়ে ময়মনসিংহগামী ক্রাউন ডিলাক্সের একটি বাস টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের শোলাকুড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রম্নতগামী একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলে দুই ব্যক্তি নিহত এবং ২৫ যাত্রী আহত হন।

সংঘর্ষের খবরে স্থানীয় লোকজন, কালিহাতী ফায়ার সার্ভিস এবং এলেঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে আহত ২৫ জনকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজন মারা যান। আহত ২৩ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে পাওয়া আহতরা হচ্ছেন- ঢাকা জেলার ধামরাই উপজেলার সৈয়দপুর গ্রামের মোবারকের ছেলে মন্নু মিয়া (২০), একই গ্রামের শেখ কলিম উদ্দিনের ছেলে রোহান উদ্দিন (১৮), জামালপুর সদর উপজেলার কান্দাইল গ্রামের আবেদ আলীর ছেলে আসাদ (৩৬), একই জেলার সরিষাবাড়ী উপজেলার বাউমি গ্রামের মো. সোমর আলীর ছেলে রফিক (৩৫), একই উপজেলার কুচুলিয়া গ্রামের ফজলের ছেলে মো. সাগর (২৫), একই গ্রামের ওয়াজউদ্দিনের ছেলে সোলায়মান (৪০), মাদারগঞ্জ উপজেলার বেড়ামাটি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মশিউর (৩৫), একই জেলার মাদারগঞ্জ সদর উপজেলার মজিবরের ছেলে নুরনবী (২৫), সরিষাবাড়ী উপজেলার বাঁশবাড়ী গ্রামের সাগরের স্ত্রী রাজিয়া (৩০), বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ছোনপচা গ্রামের খায়রুলের ছেলে মাজেদ (৩০), টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ফয়েজপুর গ্রামের মৃত তুফান শেখের ছেলে ময়নাল শেখ (৬০), একই উপজেলার বিহালী গ্রামের নজরুল ইসলামের ছেলে জসিম উদ্দিন (৪০), একই জেলার ধনবাড়ী উপজেলা সদরের ধনবাড়ী গ্রামের মৃত জুলহাস উদ্দিনের ছেলে সেলিম (৪০), ঘাটাইল উপজেলার নলনা গ্রামের আ. বারেকের ছেলে খোকন (৩৫)। এছাড়া খলিলের ছেলে নাজির (২৮), রাজ্জাক (৩০)। এছাড়া দুর্ঘটনাকবলিত ক্রাউন ডিলাক্স বাসের চালকও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। অন্য চারজন বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ায় তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।