ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

মেহেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিমকালে নবাগত পুলিশ সুপার মাকসুদা আকতার

সুন্দর মেহেরপুর গড়তে সাংবাদিকদের সহযোগিতা কামনা

প্রতিবেদক, মেহেরপুর সদর:
  • আপলোড টাইম : ১০:০২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
  • / ১২২ বার পড়া হয়েছে

মেহেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মাকসুদা আকতার খানম। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবাগত পুলিশ সুপার মাকসুদা আক্তার খানমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, আব্দুল করিম, ট্র্যাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেনসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় মেহেরপুরের সমসাময়িক আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা করেন জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নবাগত পুলিশ সুপার মাকসুদা আকতার খানম মেহেরপুরকে সুন্দর করে গড়ে তোলার জন্য সাংবাদিকদের ভূমিকাসহ সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘সবেমাত্র আমি এসেছি। মেহেরপুর সম্পর্কে বুঝতে আমার একটু সময় লাগবে।’ তিনি সাংবাদিকদের কোনো তথ্য থাকলে তা দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।

উল্লেখ্য, মাকসুদা আক্তার খানম-পিপিএম ২৭তম বিসিএস-এর একজন কর্মকর্তা হিসেবে পুলিশের চাকরি জীবন শুরু করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নূর মোহাম্মদ খানের মেয়ে। তিনি সফেন প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সম্পাদক এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ড. খান আসাদুজ্জামানের সহধর্মিনী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মেহেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিমকালে নবাগত পুলিশ সুপার মাকসুদা আকতার

সুন্দর মেহেরপুর গড়তে সাংবাদিকদের সহযোগিতা কামনা

আপলোড টাইম : ১০:০২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪

মেহেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মাকসুদা আকতার খানম। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবাগত পুলিশ সুপার মাকসুদা আক্তার খানমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, আব্দুল করিম, ট্র্যাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেনসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় মেহেরপুরের সমসাময়িক আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা করেন জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নবাগত পুলিশ সুপার মাকসুদা আকতার খানম মেহেরপুরকে সুন্দর করে গড়ে তোলার জন্য সাংবাদিকদের ভূমিকাসহ সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘সবেমাত্র আমি এসেছি। মেহেরপুর সম্পর্কে বুঝতে আমার একটু সময় লাগবে।’ তিনি সাংবাদিকদের কোনো তথ্য থাকলে তা দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।

উল্লেখ্য, মাকসুদা আক্তার খানম-পিপিএম ২৭তম বিসিএস-এর একজন কর্মকর্তা হিসেবে পুলিশের চাকরি জীবন শুরু করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নূর মোহাম্মদ খানের মেয়ে। তিনি সফেন প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সম্পাদক এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ড. খান আসাদুজ্জামানের সহধর্মিনী।