ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মামুনুল হককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য

কার্পাসডাঙ্গার স্বপনের বিরুদ্ধে থানায় অভিযোগ

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৫২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
  • / ৯০ বার পড়া হয়েছে

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মৃত প্রদ্যুৎ মন্ডলের ছেলে স্বপন মন্ডলের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও হেফাজত নেতা আল্লামা মামুনুল হককে নিয়ে কুরুচিপূর্ণ ছবি পোস্ট করে ফেসবুকে বাজে মন্তব্য করায় তার বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, গত বুধবার কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলাম মনিরুজ্জামান নামের এক ব্যক্তির একটি ফেসবুক পোস্ট সাইফুল ইসলামের নিজস্ব ফেসবুক ওয়ালে শেয়ার করেন। সেখানে কার্পাসডাঙ্গার মিশনপাড়ার স্বপন তার নিজস্ব ফেসবুক আইডি থেকে আল্লামা মামুনুল হকের ছবির সাথে একটা মেয়ের ছবি এডিট করে কুরুচিপূর্ণ বাজে মন্তব্য করেন। বিষয়টি আলেম সমাজের দৃষ্টিগোচর হলে তারা ক্ষোভে ফেটে পড়েন ও এর তীব্র নিন্দাসহ প্রতিবাদ জানিয়ে স্বপনের কঠোর শাস্তির দাবি তোলেন। তাকে আইনের আওতায় না আনলে ভবিষ্যতে এলাকায় বড় ধরনের ঝামেলার সৃষ্টি হতে পারে বলে মনে করেন এলাকাবাসী।

তাই গতকাল বৃহস্পতিবার সকালে ছোট বলদিয়া গ্রামের মজিবার রহমানের ছেলে হাফেজ মাওলানা ইয়াসিন আরাফাত বাদী হয়ে স্বপনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগকারী ইয়াসিন আরাফাত বলেন, ‘আমি একটা লিখিত অভিযোগ করেছি। তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে গ্রেপ্তার না করা হলে জেলাজুড়ে মানববন্ধনসহ বৃহত্তর কর্মসূচির ঘোষণা করা হবে।’

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, ‘আমি অফিসের কাজে বাইরে ছিলাম। তাই অভিযোগের বিষয়ে জানি না। থানায় গিয়ে বলতে পারব। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মামুনুল হককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য

কার্পাসডাঙ্গার স্বপনের বিরুদ্ধে থানায় অভিযোগ

আপলোড টাইম : ০৯:৫২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মৃত প্রদ্যুৎ মন্ডলের ছেলে স্বপন মন্ডলের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও হেফাজত নেতা আল্লামা মামুনুল হককে নিয়ে কুরুচিপূর্ণ ছবি পোস্ট করে ফেসবুকে বাজে মন্তব্য করায় তার বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, গত বুধবার কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলাম মনিরুজ্জামান নামের এক ব্যক্তির একটি ফেসবুক পোস্ট সাইফুল ইসলামের নিজস্ব ফেসবুক ওয়ালে শেয়ার করেন। সেখানে কার্পাসডাঙ্গার মিশনপাড়ার স্বপন তার নিজস্ব ফেসবুক আইডি থেকে আল্লামা মামুনুল হকের ছবির সাথে একটা মেয়ের ছবি এডিট করে কুরুচিপূর্ণ বাজে মন্তব্য করেন। বিষয়টি আলেম সমাজের দৃষ্টিগোচর হলে তারা ক্ষোভে ফেটে পড়েন ও এর তীব্র নিন্দাসহ প্রতিবাদ জানিয়ে স্বপনের কঠোর শাস্তির দাবি তোলেন। তাকে আইনের আওতায় না আনলে ভবিষ্যতে এলাকায় বড় ধরনের ঝামেলার সৃষ্টি হতে পারে বলে মনে করেন এলাকাবাসী।

তাই গতকাল বৃহস্পতিবার সকালে ছোট বলদিয়া গ্রামের মজিবার রহমানের ছেলে হাফেজ মাওলানা ইয়াসিন আরাফাত বাদী হয়ে স্বপনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগকারী ইয়াসিন আরাফাত বলেন, ‘আমি একটা লিখিত অভিযোগ করেছি। তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে গ্রেপ্তার না করা হলে জেলাজুড়ে মানববন্ধনসহ বৃহত্তর কর্মসূচির ঘোষণা করা হবে।’

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, ‘আমি অফিসের কাজে বাইরে ছিলাম। তাই অভিযোগের বিষয়ে জানি না। থানায় গিয়ে বলতে পারব। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’