চিনি শিল্পের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্তের দাবিতে
দর্শনা ও কালীগঞ্জে শ্রমিকদের মানববন্ধন- আপলোড টাইম : ০৯:৪৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
- / ৮৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) রাষ্ট্রায়ত্ত চিনিকলসমৃহকে যুগোপযোগী করতে চিনি শিল্পের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার দাবিতে দর্শনা কেরুজ ও মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিকরা মানববন্ধন করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দর্শনা কেরুজ জেনারেল অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে অংশগ্রহণ করেন কেরু অ্যান্ড কোম্পানির জিএম (কৃষি) আশরাফুল আলম ভূঁইয়া, ডিজিএম (সম্প্রসারণ) মাহবুবুর রহমান, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি তৈয়ব আলী, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, সিডিএদের সমন্বয়ক সাহেব আলী শিকদার, সিডিএ এ এস এম কবির, সাইফ উদ্দীন, মাঈন উদ্দীন আহম্মেদ, সাকী মাহমুদ, আ. কাদের, মইনুর রহমান শাওন, শরিফুল ইসলাম, সোহেল রানা, আরিফুর রহমান, জুলফিকার আলী, সাইফুল্লাহ, মুকুল হোসেন, আসাদুজ্জামান, দেলোয়ার হোসেন, মাহবুবুর রহমান, ফরহাদ খান, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, চিনি শিল্পকে লাভবান খাতে নিয়ে যেতে হলে কৃষি বিভাগকে রাজস্ব খাতে নিয়ে যেতে হবে। এ দাবি আমাদের যৌক্তিক দাবি। এ দাবি না মানলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। কৃষি বিভাগকে শিল্প মন্ত্রণালয় থেকে স্থানান্তর করে কৃষি মন্ত্রণালয়ে আওতাভুক্ত করতে হবে। কৃষি বিভাগকে কর্মরত কৃষিবিদ ডিপ্লোমাসহ সকল ইক্ষু উন্নয়ন সহকারী সিডিএ সিআইসিদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্তর্ভুক্ত করে ইক্ষু সম্প্রসারণ উইং গঠন করতে হবে। মানববন্ধন সঞ্চালনা করেন সমন্বয়ক ও সিডিএ হারিজুল মেম্বার।
এদিকে, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোকে লাভজনক ও যুগোপযোগী করতে চিনি শিল্পের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্তসহ ৩ দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বৈরী আবহাওয়া উপেক্ষা করে কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ কর্মসূচির আয়োজন করেন চিনিকলের শ্রমিক-কর্মচারীরা। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে চিনিকলের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে চিনিকলের ব্যবস্থাপক গৌতম কুমার মন্ডল, তানজিমুল ইসলাম, ইক্ষু উন্নয়ন সহকারী আব্দুল হাই সিদ্দিকী, চিনিকলের সিআইসি সদস্য ইমরান পারভেজ ও সেন্টার গার্ড কাম স্কেলম্যান আব্দুল লতিফ বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা চিনি শিল্পের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনকে কৃষি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত এবং ইক্ষু সম্প্রসারণ উইং গঠনের দাবি জানান।