শিরোনাম:
দর্শনায় বুদ্ধি প্রতিবন্ধী ইসলাম নিখোঁজ, জিডি নেয়নি পুলিশ
দর্শনা অফিস:
- আপলোড টাইম : ০৯:১৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
- / ৭৬ বার পড়া হয়েছে
দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের রেললাইন পাড়ার ইউসুফ আলীর বুদ্ধি প্রতিবন্ধী ছেলে ইসলাম (৪৭) চার দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ইসলামের মা বৃদ্ধা মরিয়ম আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দর্শনা থানায় একটি জিডি করতে যান। তবে থানা পুলিশ জিডিটি গ্রহণ করেনি। পরে বুদ্ধি প্রতিবন্ধী ইসলামের মা বৃদ্ধা মরিয়ম হতবাক হয়ে দর্শনা প্রেসক্লাবে সাংবাদিকদের নিকট এসে জিডি না নেওয়ার ঘটনা জানান। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, বুদ্ধি প্রতিবন্ধী ইসলাম কুষ্টিয়ার খোকসায় আত্মিয়ের বাড়িতে যায়। এসময় আত্মীয়রা ট্রেনে তুলে দিয়েছে, সেখান থেকেই আর ফিরে আসেনি। ট্রেনে কোথাও চলে গেছে, তাই হারানো জিডিটি খোকসা এলাকার পুলিশের কাছে করতে হবে।’