চুয়াডাঙ্গায় ১৫ বছর পর আজ উন্মুক্ত মাঠে জামায়াতের রুকন সম্মেলন
- আপলোড টাইম : ০৯:০১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
- / ৫৮ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় দীর্ঘ ১৫ বছর পর আজ উন্মুক্ত মাঠে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র কেদারগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেলা ১১টায় রুকন সম্মেলন অনুষ্ঠিত হবে। আয়োজক কমিটির পক্ষে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল জানিয়েছেন, সকল প্রস্তুতি শেষ হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর-কুষ্টিয়া অঞ্চল প্রধান মোহাম্মদ মোবারক হোসেন ও সহকারী অঞ্চল প্রধান আলমগীর বিশ্বাস। এছাড়াও উপস্থিত থাকবেন মেহেরপুর জেলা জামায়াতের আমির তাজ উদ্দীন খান, কুষ্টিয়া জেলা আমির আবুল হাশেম ও ঝিনাইদহ জেলা আমির আলী আজম। জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্যবৃন্দ ও প্রায় ১ হাজার ৬০০ নারী-পুরুষ রুকন সম্মেলনে অংশগ্রহণ করবেন।