চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু
- আপলোড টাইম : ০১:১৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
- / ৬৩ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় সাফিন আহমেদ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোর চারটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আগের দিন মঙ্গলবার চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক সড়কের ভালাইপুর বাজারের অদূরে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় শিশুটি গুরুতর অহত হয়। এসময় স্থানীয়দের সাহায্যে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। নিহত সাফিন আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর গ্রামের সুমন মিয়ার ছেলে।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে শিশু সাফিন বাড়ি থেকে বেরিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে শিশুটি গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই জ্ঞান হারায়। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা করা হয়।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন জানান, শিশুটির মাথায় গুরুতরসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। শিশুটির অবস্থা শঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজনে দ্রুত সময়ের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। রাতেই পরিবারের সদস্যরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।