ডা. রফিকুল ডেন্টাল কাউন্সিলের সদস্য মনোনীত হয়েছেন
- আপলোড টাইম : ১২:৪৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
- / ৪৯ বার পড়া হয়েছে
আলমডাঙ্গার সন্তান খুলনা বিএমএ’র সাবেক সভাপতি ডা. রফিকুল হক বাবলু বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সদস্য মনোনীত হয়েছেন। গত রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ডা. রফিকুল হক বাবলু বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের সদস্য মনোনীত হওয়ায় সাবেক মেডিকেল অফিসার ডা. আবুল হাসনাত নুপুর, ডা. জিন্নাতুল আরা জোসনা, ডা. একরামুল হক, ডা. নুরুন নাহার, ডা. জহুরুল হক, ডা. লিয়াকত আলী, ডা. সিরাজ, আলমডাঙ্গা ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মঞ্জুরুল ইসলাম বেলু, ডা. ওহিদুল ইসলাম, ডা. আব্দুল কুদ্দুস, ডা. রবিউল ইসলাম, ডা. হারুনার রশিদ পলাশ, ডা. তরিকুল ইসলাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
এছাড়াও আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজমসহ সাংবাদিকবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।