ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

দর্শনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ১২:৩৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • / ৭২ বার পড়া হয়েছে

??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

দর্শনা মেমনগর বিপ্রদাশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন আহমেদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে দর্শনা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরের সাথে যোগসাজশে নাসির উদ্দীন বিদ্যালয়ের বিভিন্ন ফান্ডের টাকা আত্মসাৎ করেছেন।

বিক্ষোভকারীরা জানান, প্রধান শিক্ষক নাসির উদ্দীন বিদ্যালয়ের বাজেট থেকে বিভিন্ন তহবিলের অর্থও আত্মসাত করেছেন। এর প্রতিবাদে তারা প্রধান শিক্ষকের পদত্যাগ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, সাবেক এমপির প্রভাব খাটিয়ে তাদের ল্যাবরেটরিতে প্রবেশ করতেও বাঁধা দেওয়া হয়েছে। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা শহরের বিভিন্ন সড়কে মিছিল করে। মানববন্ধন ও মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নাসির উদ্দীনের দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এ বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক একরামুল হক জানান, অর্থ আত্মসাতের বিষয়ে তদন্তের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। জেলা শিক্ষা অফিস, ডিসি অফিস এবং বিদ্যালয়ের প্রধান উপদেষ্টার কাছেও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বিষয়টি সম্পর্কে জানতে দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম বজলুর রশিদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দর্শনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

আপলোড টাইম : ১২:৩৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

দর্শনা মেমনগর বিপ্রদাশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন আহমেদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে দর্শনা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরের সাথে যোগসাজশে নাসির উদ্দীন বিদ্যালয়ের বিভিন্ন ফান্ডের টাকা আত্মসাৎ করেছেন।

বিক্ষোভকারীরা জানান, প্রধান শিক্ষক নাসির উদ্দীন বিদ্যালয়ের বাজেট থেকে বিভিন্ন তহবিলের অর্থও আত্মসাত করেছেন। এর প্রতিবাদে তারা প্রধান শিক্ষকের পদত্যাগ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, সাবেক এমপির প্রভাব খাটিয়ে তাদের ল্যাবরেটরিতে প্রবেশ করতেও বাঁধা দেওয়া হয়েছে। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা শহরের বিভিন্ন সড়কে মিছিল করে। মানববন্ধন ও মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নাসির উদ্দীনের দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এ বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক একরামুল হক জানান, অর্থ আত্মসাতের বিষয়ে তদন্তের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। জেলা শিক্ষা অফিস, ডিসি অফিস এবং বিদ্যালয়ের প্রধান উপদেষ্টার কাছেও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বিষয়টি সম্পর্কে জানতে দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম বজলুর রশিদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।