ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

দর্শনার নাস্তিপুরে বালু উত্তোলন, জমির মালিককে জরিমানা

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ১২:৩৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • / ৭৭ বার পড়া হয়েছে

oplus_2

দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন নাস্তিপুর গ্রামের ডেঙ্গাপাড়া মাঠে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে জমির মালিক জহুরুল ইসলামকে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান।

তিনি বলেন, সরেজমিনে গিয়ে দেখা যায়, জমির মালিক প্রায় ১০ ফুট গভীর করে বালু ও মাটি উত্তোলন করছেন। যা আশেপাশের কৃষি জমির জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এ কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৮৬০ সালের ৮৮ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জমির মালিককে সতর্ক করে মুচলেকা নেওয়া হয় যে, ভবিষ্যতে তিনি আর কখনও এমন কাজ করবেন না।

এসময় আশেপাশের জমির মালিকরা অভিযোগ করেন, তারা একাধিকবার জহুরুল ইসলামকে এভাবে মাটি কাটতে নিষেধ করেছেন। কিন্তু তিনি তাতে কর্ণপাত না করে মাটি উত্তোলন চালিয়ে যান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দর্শনার নাস্তিপুরে বালু উত্তোলন, জমির মালিককে জরিমানা

আপলোড টাইম : ১২:৩৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন নাস্তিপুর গ্রামের ডেঙ্গাপাড়া মাঠে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে জমির মালিক জহুরুল ইসলামকে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান।

তিনি বলেন, সরেজমিনে গিয়ে দেখা যায়, জমির মালিক প্রায় ১০ ফুট গভীর করে বালু ও মাটি উত্তোলন করছেন। যা আশেপাশের কৃষি জমির জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এ কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৮৬০ সালের ৮৮ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জমির মালিককে সতর্ক করে মুচলেকা নেওয়া হয় যে, ভবিষ্যতে তিনি আর কখনও এমন কাজ করবেন না।

এসময় আশেপাশের জমির মালিকরা অভিযোগ করেন, তারা একাধিকবার জহুরুল ইসলামকে এভাবে মাটি কাটতে নিষেধ করেছেন। কিন্তু তিনি তাতে কর্ণপাত না করে মাটি উত্তোলন চালিয়ে যান।