আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে দর্শনায় মানববন্ধন
- আপলোড টাইম : ১২:২৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
- / ৬১ বার পড়া হয়েছে
দর্শনায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি এবং মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটায় দর্শনা প্রেসক্লাবের সামনে প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল।
এসময় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর দর্শনা ব্যুরো প্রধান আওয়াল হোসেন, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওসমান আলী, সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার দামুড়হুদা প্রতিনিধি মনিরুজ্জামান ধীরু, দৈনিক সংগ্রামের চুয়াডাঙ্গা প্রতিনিধি এফ এ আলমগীর হোসেন, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, জীবননগর সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ফয়সাল মাহতাব মানিক, দর্শনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব মামুন, নজরুল ইসলাম, গণউন্নয়ন গ্রন্থকারের পরিচালক আবু সুফিয়ানসহ আরও অনেকে।
বক্তারা মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার ও ২৪ ঘণ্টার মধ্যে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। মানববন্ধনটি সঞ্চালনা করেন দর্শনা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হানিফ মন্ডল।