ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

যারা মানুষকে হয়রানি করেছে তাদের বিচার করা হবে

জীবননগরের সীমান্ত ইউনিয়নে পথসভায় যুবদল নেতা মঈন উদ্দিন ময়েন

জীবননগর অফিস:
  • আপলোড টাইম : ১২:১৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • / ৭৭ বার পড়া হয়েছে

জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও পথসভা করেছেন জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন গ্রাম, হাট-বাজারের সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন মঈন উদ্দিন ময়েন। এসময় উপস্থিত ছিলেন সীমান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গনি, সাধারণ সম্পাদক বাদল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আয়ুব আলী, বিএনপি নেতা আব্দুল জলিল, রফিকুল ইসলাম, সীমান্ত ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, মোস্তফা কামাল উজ্জ্বল, আব্দুল মোমিন, ইয়াদুল ইসলাম, রবগুল ইসলাম প্রমুখ।

পথসভায় মঈন উদ্দিন ময়েন বলেন, ‘সীমান্ত ইউনিয়নবাসীকে আমি অনেক ভালোবাসি। তারা অত্যাচারী আওয়ামী লীগ সরকারের আমলে জীবনের ঝুঁকি নিয়ে আমাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছিল। আমি সীমান্ত ইউনিয়নবাসীকে কখনও ভুলব না। কিন্তু হাতে গুনে কয়েকটি পরিবার আওয়ামী লীগ সরকারের আমলে আমার পরিবারের লোকজনসহ এই ইউনিয়নের অনেক নিরীহ মানুষকে বিভিন্ন মিথ্যা মামলা, তাদের ওপর হামলা ও বিভিন্নভাবে হয়রানি করেছেন, সেগুলো আমি কখনও ভুলব না। যারা আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন, তাদের বিচার করা হবে।’ তিনি আরও বলেন, এই সীমান্ত ইউনিয়ন বিএনপির ঘাটি। আগামী জাতীয় নির্বাচনে আমরা সকলে একত্রিত হয়ে চুয়াডাঙ্গা-২ আসনে মাহমুদুল হাসান খান বাবুকে নির্বাচিত করব। তিনি যে নির্দেশনা দিবেন, আমরা সবাই সেই মোতাবেক কাজ করব।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

যারা মানুষকে হয়রানি করেছে তাদের বিচার করা হবে

জীবননগরের সীমান্ত ইউনিয়নে পথসভায় যুবদল নেতা মঈন উদ্দিন ময়েন

আপলোড টাইম : ১২:১৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও পথসভা করেছেন জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন গ্রাম, হাট-বাজারের সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন মঈন উদ্দিন ময়েন। এসময় উপস্থিত ছিলেন সীমান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গনি, সাধারণ সম্পাদক বাদল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আয়ুব আলী, বিএনপি নেতা আব্দুল জলিল, রফিকুল ইসলাম, সীমান্ত ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, মোস্তফা কামাল উজ্জ্বল, আব্দুল মোমিন, ইয়াদুল ইসলাম, রবগুল ইসলাম প্রমুখ।

পথসভায় মঈন উদ্দিন ময়েন বলেন, ‘সীমান্ত ইউনিয়নবাসীকে আমি অনেক ভালোবাসি। তারা অত্যাচারী আওয়ামী লীগ সরকারের আমলে জীবনের ঝুঁকি নিয়ে আমাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছিল। আমি সীমান্ত ইউনিয়নবাসীকে কখনও ভুলব না। কিন্তু হাতে গুনে কয়েকটি পরিবার আওয়ামী লীগ সরকারের আমলে আমার পরিবারের লোকজনসহ এই ইউনিয়নের অনেক নিরীহ মানুষকে বিভিন্ন মিথ্যা মামলা, তাদের ওপর হামলা ও বিভিন্নভাবে হয়রানি করেছেন, সেগুলো আমি কখনও ভুলব না। যারা আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন, তাদের বিচার করা হবে।’ তিনি আরও বলেন, এই সীমান্ত ইউনিয়ন বিএনপির ঘাটি। আগামী জাতীয় নির্বাচনে আমরা সকলে একত্রিত হয়ে চুয়াডাঙ্গা-২ আসনে মাহমুদুল হাসান খান বাবুকে নির্বাচিত করব। তিনি যে নির্দেশনা দিবেন, আমরা সবাই সেই মোতাবেক কাজ করব।’