মেহেরপুরে জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা সভা
- আপলোড টাইম : ১১:৫১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
- / ৬০ বার পড়া হয়েছে
বাংলাদেশ শিশু একাডেমি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আইয়ুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর পিটিআইয়ের সহকারী সুপার ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে ‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যের ওপর বক্তব্য দেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা সূরুজুজ্জামান, মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের সহকারী শিক্ষক আফরোজা খাতুন, ছাত্রী অহনা, সামিহা রেজা প্রমুখ। পরে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।