ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

দীর্ঘ ৯ বছর পর পদ ফিরে পেলেন শিক্ষক মফিজুর

প্রতিবেদক, মহেশপুর:
  • আপলোড টাইম : ১১:৪৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • / ৭২ বার পড়া হয়েছে

দীর্ঘ ৯ বছর নানা হয়রানির পর অবশেষে প্রধান শিক্ষকের চাকরি ফেরত পেয়েছেন মহেশপুরের মফিজুর রহমান। তিনি উপজেলার আজমপুর ইউনিয়নের বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত থাকাকালীন ২০১৫ সালের এপ্রিলে মিথ্যা ও অবৈধ নিয়োগের অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছিলেন। গত মঙ্গলবার তিনি পুনরায় একই পদে যোগদান দেন। এসময় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীসহ ইউনিয়ন বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর শিক্ষককে পুনরায় ফিরে পেয়ে ফুল দিয়ে বরণের পাশাপাশি উচ্ছ্বসিত ছিল শিক্ষার্থীরা।

জানা যায়, ২০১৫ সালে বৈধভাবে প্রধান শিক্ষকের নিয়োগ পেলেও আওয়ামী লীগ সরকারের একটি কুচক্রিমহল তাকে অবৈধ নিয়োগ দেখিয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করে। বেতন-ভাতা বন্ধ করে দেওয়ায় ২০১৭ সালে নিজে বাদী হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করেন মফিজুর রহমান মাস্টার। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চলতি বছরের সেপ্টেম্বর মফিজুর রহমানের পক্ষে রায় দেন আদালত। পুনরায় প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়ে স্কুল নিয়ে নতুন স্বপ্ন বুনছেন মফিজুর রহমান। এদিকে, তার দীর্ঘ ৯ বছরের বকেয়া বেতন-ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দীর্ঘ ৯ বছর পর পদ ফিরে পেলেন শিক্ষক মফিজুর

আপলোড টাইম : ১১:৪৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

দীর্ঘ ৯ বছর নানা হয়রানির পর অবশেষে প্রধান শিক্ষকের চাকরি ফেরত পেয়েছেন মহেশপুরের মফিজুর রহমান। তিনি উপজেলার আজমপুর ইউনিয়নের বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত থাকাকালীন ২০১৫ সালের এপ্রিলে মিথ্যা ও অবৈধ নিয়োগের অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছিলেন। গত মঙ্গলবার তিনি পুনরায় একই পদে যোগদান দেন। এসময় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীসহ ইউনিয়ন বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর শিক্ষককে পুনরায় ফিরে পেয়ে ফুল দিয়ে বরণের পাশাপাশি উচ্ছ্বসিত ছিল শিক্ষার্থীরা।

জানা যায়, ২০১৫ সালে বৈধভাবে প্রধান শিক্ষকের নিয়োগ পেলেও আওয়ামী লীগ সরকারের একটি কুচক্রিমহল তাকে অবৈধ নিয়োগ দেখিয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করে। বেতন-ভাতা বন্ধ করে দেওয়ায় ২০১৭ সালে নিজে বাদী হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করেন মফিজুর রহমান মাস্টার। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চলতি বছরের সেপ্টেম্বর মফিজুর রহমানের পক্ষে রায় দেন আদালত। পুনরায় প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়ে স্কুল নিয়ে নতুন স্বপ্ন বুনছেন মফিজুর রহমান। এদিকে, তার দীর্ঘ ৯ বছরের বকেয়া বেতন-ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।