আলমডাঙ্গার বড় পুটিমারি গ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- আপলোড টাইম : ১১:৪৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
- / ৪৩ বার পড়া হয়েছে
আলমডাঙ্গায় বজ্রপাতে আব্দুল মজিদ (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার জেহালা ইউনিয়নের বড় পুটিমারি গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত আব্দুল মজিদ বড় পুটিমারি গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। জানা গেছে, আব্দুল মজিদ প্রতিদিনের ন্যায় বুধবার সকালে বাড়ির পাশে নিজের তামাকের বীজতলায় কাজ করছিলেন। এসময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়িতে ফেরার পথে বড় পুটিমারি বাজারের নিকট কালভার্টের সামনে পৌঁছালে বজ্রপাতে আব্দুল মজিদের মৃত্যু হয়।
মজিদের ভাইরা ভাই আনারুল ইসলাম বলেন, ‘আমরা বৃষ্টির সময় চায়ের দোকানে বসেছিলাম। বৃষ্টির মধ্যেই মজিদ তামাকের খেত থেকে বাড়ির দিকে যাচ্ছিল। এসময় হঠাৎ প্রচণ্ড জোরে বাজ পড়লে আমরা রাস্তার দিকে তাকিয়ে দেখি মজিদ মাটিতে পড়ে যাচ্ছে। পরে আমরা দৌঁড়ে মজিদের কাছে গিয়ে তার বাম কানে বজ্রপাতের আঘাতে রক্ত ও পোড়া দাগ দেখতে পায়। সাথে সাথে বাড়ির লোকজন সংবাদ দিয়ে সকলে মিলে বাড়িতে নিয়ে যায়। জানাজা শেষে বেলা ৩টার দিকে গ্রামের গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।’