ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

উথলী ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা

রাসেল হোসেন মুন্না, উথলী:
  • আপলোড টাইম : ১১:৪৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • / ৪৪ বার পড়া হয়েছে

জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের ছাত্রদলের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উথলী সানমুন শিশু পার্কে ইউনিয়ন ছাত্রদলের আয়োজন করে। উথলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অমিত খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজকের শিক্ষার্থীরা আগামীর পথ প্রদর্শক, কোনো অভিভাবকই তাঁর সন্তানদের কথা ফেলতে পারে না। তাই শিক্ষার্থীরা তাদের প্রতিটা আন্দোলনে সফলকাম হয়।’ আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কোনো দলকে প্রতিপক্ষ মনে করি না। কোনো দলকেই খাটো করার সুযোগ নেই। আমাদের এখন মাঠ পর্যায়ে কাজ করতে হবে। প্রত্যেকটা ইউনিটকে সেবা দিয়ে মানুষের কাছে পৌছাতে হবে।’ সভায় স্বাগত বক্তব্য দেন উথলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রানা হোসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন জাহিদ, সিনিয়র সহসভাপতি ইউনুছ আলী, উথলী ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক খোকন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাররফ হোসেন, উথলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হুসাইন, সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাকিল হাসান জিসান, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আল আমিন হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন হজরত, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন নয়ন এবং সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান।
এসময় উথলী ইউনিয়ন যুবদলের সদস্যসচিব ও ইউপি সদস্য আরমান আলী, উথলী ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা সদস্য আনজুমান আরা ভেদু, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক স্বপন হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

উথলী ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা

আপলোড টাইম : ১১:৪৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের ছাত্রদলের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উথলী সানমুন শিশু পার্কে ইউনিয়ন ছাত্রদলের আয়োজন করে। উথলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অমিত খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজকের শিক্ষার্থীরা আগামীর পথ প্রদর্শক, কোনো অভিভাবকই তাঁর সন্তানদের কথা ফেলতে পারে না। তাই শিক্ষার্থীরা তাদের প্রতিটা আন্দোলনে সফলকাম হয়।’ আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কোনো দলকে প্রতিপক্ষ মনে করি না। কোনো দলকেই খাটো করার সুযোগ নেই। আমাদের এখন মাঠ পর্যায়ে কাজ করতে হবে। প্রত্যেকটা ইউনিটকে সেবা দিয়ে মানুষের কাছে পৌছাতে হবে।’ সভায় স্বাগত বক্তব্য দেন উথলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রানা হোসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন জাহিদ, সিনিয়র সহসভাপতি ইউনুছ আলী, উথলী ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক খোকন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাররফ হোসেন, উথলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হুসাইন, সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাকিল হাসান জিসান, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আল আমিন হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন হজরত, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন নয়ন এবং সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান।
এসময় উথলী ইউনিয়ন যুবদলের সদস্যসচিব ও ইউপি সদস্য আরমান আলী, উথলী ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা সদস্য আনজুমান আরা ভেদু, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক স্বপন হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।