আগ্নেয়াস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই র্যাবের জালে
- আপলোড টাইম : ১১:৪০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
- / ৪৯ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনী উপজেলার যুগিন্দা গ্রামে অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেছেন রাশেদুল ইসলাম (৪৬) নামের এক ব্যক্তি। গত মঙ্গলবার গভীর রাতে র্যাব-১২ গাংনী ক্যাম্পের একটি টিম তাকে আটক করে। আটক রাশেদুল ইসলাম ওই গ্রামের কুদরত উল্লাহ মীর ওরফে ভাদু মীরের ছেলে। তার বিরুদ্ধে মামলা দিয়ে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি এনামুল হক জানান, যুগিন্দা গ্রামের মৃত হানিফ শেখের ছেলে আব্দুল আলীম শেখের সাথে রাশেদুল ইসলামের পূর্ব শত্রুতা ছিল। তাকে ফাঁসানোর জন্য রাশেদুল একটি ওয়ান শুটারগান ও ধারালো হাসুয়া আলীম শেখের বসত বাড়িতে রেখে র্যাবকে খবর দেয়। অস্ত্র উদ্ধারে গিয়ে রাশেদুল ইসলামের কথাবার্তা অসংলগ্নতা থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে প্রতিপক্ষ আব্দুল আলীম শেখকে ফাঁসানোর কথা স্বীকার করেন। পরবর্তীতে তার স্বীকারোক্তি মতে ওয়ান শুটার গান এবং একটি ধারালো হাসুয়া উদ্ধার করে র্যাব।