গাংনীতে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত
- আপলোড টাইম : ১১:৪০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
- / ৫৪ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনীতে পিস ফ্যাসিলেটর গ্রুপ (পিএফজি)-এর আয়োজনে আন্তর্জাতিক অহিংস দিবস-২০২৪ পালন করা হয়েছে। এতে সহযোগিতা করে দি হাঙ্গার প্রজেক্ট। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ গেটের সামনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিস ফ্যাসিলেটর গ্রুপ (পিএফজি) এর সমন্বয়কারী সাংবাদিক রফিতুল আলম বকুল। করমদি ডিগ্রি কলেজের শিক্ষক আবু সাদাত সায়েম পল্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের জেলা সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা জুলফিকার আলী ভুট্টো, জাতীয় পার্টির উপজেলা সভাপতি কিতাব আলী বিএসসি, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া সমন্বয়কারী হেলালউদ্দীনসহ সুজন, পিএফজি ও ইয়ুথ এন্ডিং হাঙ্গারের সদস্যরাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। ২০০৭ সালের ১৫-ই জুন জাতিসংঘের সাধারণ সভায় ২-রা অক্টোবরকে বিশ্বে, শান্তি, সহিষ্ণুতা, সহানুভূতিশীলতা এবং অহিংসার সংস্কৃতি সুরক্ষিত করতে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করা হয়।