চুয়াডাঙ্গায় বাংলাদেশ জাসদের প্রতিনিধি সভা
- আপলোড টাইম : ১০:৫০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
- / ৪২ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় বাংলাদেশ জাসদের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাকক্ষে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখা এ সভার আয়োজন করে। প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু। অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী।
বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক সামসুল আলমের সঞ্চালনায় প্রতিনিধি সভায় বক্তব্য দেন জীবননগর উপজেলা শাখার সভাপতি আব্দুর রশীদ, দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি সালাউদ্দীন, সদর উপজেলা সভাপতি হামিদুল হক মুন্সি প্রমুখ।
বক্তারা বলেন, ছাত্র-জনতার গণআন্দোলনের মধ্যদিয়ে এক শ্রেণির লুটেরাদের ক্ষমতাচ্যুত করা হয়েছে। আগামীতে কোনো লুটেরা রাজনীতির নামে রাষ্ট্র ক্ষমতা দখলের চেষ্টা করলে তাদের প্রতিহত করতে হবে। এ জন্য জাতীয় ঐক্যের বিকল্প নেই। বক্তারা আরও বলেন, ‘আমরা এমন রাষ্ট্র চাই, যে রাষ্ট্র সবার। শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে সবকিছু গণমুখী চাই। বিজ্ঞান-ভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রয়োজন।’