গাংনীতে আটক আ. লীগ নেতা বাবলু ও নবীরুদ্দীন জামিনে মুক্ত
- আপলোড টাইম : ১০:৩০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
- / ১১২ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানায়োর হোসেন বাবলু এবং গাংনী পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী যুবলীগ নেতা নবীরুদ্দীনকে আটক করেছে র্যাব। গত মঙ্গলবার রাত ১০টার দিকে র্যাব -১২ এর মেহেরপুর গাংনী ক্যাম্পের দুটি দল তাদের আটক করে। নবীরুদ্দীনকে গাংনী কাঁচাবাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে এবং সানায়োর হোসেন বাবলুকে গাংনী মহিলা কলেজপাড়া থেকে আটক করা হয়। র্যাব-১২ (গাংনী) ক্যাম্পের কমান্ডার ও সহকারী পুলিশ সুপার এনামুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের গাংনী থানায় হস্তান্তর করা হয়। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, আসামিদের ১৫১ ধারায় কোর্টে চালান দেয়া হলে তারা জামিনে মুক্তি পান।