ইপেপার । আজ শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

যারা লুটপাট করেছে তাদের বিচার করা হবে: বিএনপি নেতা মঈন উদ্দীন ময়েন

জীবননগর অফিস:
  • আপলোড টাইম : ১১:৩০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • / ৮৮ বার পড়া হয়েছে

কারামুক্ত হওয়ায় জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈন উদ্দীন ময়েনকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় একটি মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের বকুন্ডিয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে জীবননগর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জীবননগর শহরের মুক্তমঞ্চে তাঁকে গণসংবর্ধনা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান আলী, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির, সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, সীমান্ত ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল গনি, সাধারণ সম্পাদক বাদল আহমেদসহ জীবননগর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনে নেতা-কর্মীরা।

এসময় যুবদল নেতা মঈন উদ্দিন ময়েন বলেন, ‘আমি জেল থেকে জেনেছি স্বৈরশাসক আওয়ামী লীগ সরকার পতনের পর জীবননগর পৌর শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে লুটপাট, চাঁদাবাজি, বাড়ি ভাঙচুর হয়েছে। যারা এ ধরনের অপরাধমূলক কাজ করেছে, তাদের খুব দ্রুতই চিহ্নিত করা হবে। আমি আরও শুনেছি আমাদের দলের কিছু নেতা-কর্মী স্বৈরাচার সরকারের নেতা-কর্মীদের সাথে হাত মিলিয়ে টাকার বিনিময়ে তাদের আবার চেয়ারে বসতে দেওয়ার পরিকল্পনা করেছে। তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। দলের নাম ব্যবহার করে যারা এখনো বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে, তাদের এখনো সময় আছে, ভালো হয়ে যান, তা না হলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘এখন যারা বড় বড় কথা বলছেন, এদের মধ্যে অনেককে দলের দুঃসময়ে পাওয়া যায়নি। তখন তারা দলের কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করেনি। অথচ এখন দেখছি সবাই বিভিন্ন ভাগাভাগি নিয়ে ব্যস্ত আছে। এগুলো থেকে বেরিয়ে আসুন। সবাই মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে একটি শক্তিশালী দল হিসেবে গড়ে তুলি। এবং চুয়াডাঙ্গা-২ আসনের গণমানুষের নেতা মাহমুদ হাসান বাবুর খানের নির্দেশনা মোতাবেক কাজ করি। লুটপাট, ভাঙচুর, হানাহানি নয়, সাধারণ মানুষের মন জয় করাই হবে আমাদের মূল লক্ষ্য।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

যারা লুটপাট করেছে তাদের বিচার করা হবে: বিএনপি নেতা মঈন উদ্দীন ময়েন

আপলোড টাইম : ১১:৩০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪

কারামুক্ত হওয়ায় জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈন উদ্দীন ময়েনকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় একটি মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের বকুন্ডিয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে জীবননগর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জীবননগর শহরের মুক্তমঞ্চে তাঁকে গণসংবর্ধনা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান আলী, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির, সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, সীমান্ত ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল গনি, সাধারণ সম্পাদক বাদল আহমেদসহ জীবননগর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনে নেতা-কর্মীরা।

এসময় যুবদল নেতা মঈন উদ্দিন ময়েন বলেন, ‘আমি জেল থেকে জেনেছি স্বৈরশাসক আওয়ামী লীগ সরকার পতনের পর জীবননগর পৌর শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে লুটপাট, চাঁদাবাজি, বাড়ি ভাঙচুর হয়েছে। যারা এ ধরনের অপরাধমূলক কাজ করেছে, তাদের খুব দ্রুতই চিহ্নিত করা হবে। আমি আরও শুনেছি আমাদের দলের কিছু নেতা-কর্মী স্বৈরাচার সরকারের নেতা-কর্মীদের সাথে হাত মিলিয়ে টাকার বিনিময়ে তাদের আবার চেয়ারে বসতে দেওয়ার পরিকল্পনা করেছে। তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। দলের নাম ব্যবহার করে যারা এখনো বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে, তাদের এখনো সময় আছে, ভালো হয়ে যান, তা না হলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘এখন যারা বড় বড় কথা বলছেন, এদের মধ্যে অনেককে দলের দুঃসময়ে পাওয়া যায়নি। তখন তারা দলের কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করেনি। অথচ এখন দেখছি সবাই বিভিন্ন ভাগাভাগি নিয়ে ব্যস্ত আছে। এগুলো থেকে বেরিয়ে আসুন। সবাই মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে একটি শক্তিশালী দল হিসেবে গড়ে তুলি। এবং চুয়াডাঙ্গা-২ আসনের গণমানুষের নেতা মাহমুদ হাসান বাবুর খানের নির্দেশনা মোতাবেক কাজ করি। লুটপাট, ভাঙচুর, হানাহানি নয়, সাধারণ মানুষের মন জয় করাই হবে আমাদের মূল লক্ষ্য।’