আলমডাঙ্গায় আরবি শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ
প্রতিবাদে তিন শিক্ষকের পদত্যাগ, অভিযুক্ত আটক
- আপলোড টাইম : ০৩:৫৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
- / ৩০ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা উপজেলার কামালপুরে অবস্থিত মাল্টিমিডিয়া শিক্ষাপ্রতিষ্ঠান মহিউদ্দিন একাডেমিতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আরবি শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সাথে কুরুচিপূর্ণ আচরণ ও স্পর্শকাতর স্থানে স্পর্শ করার অভিযোগে প্রতিষ্ঠানটি প্রায় ১০ দিন ধরে অচল অবস্থায় রয়েছে।
একাধিক অভিযোগের মধ্যে তিন দিন আগে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে কোলে তুলে চেপে ধরার ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ তীব্র হয়। গতকাল সোমবার অভিভাবকরা প্রতিষ্ঠানে এসে অভিযুক্ত শিক্ষক তারিকুল ইসলামকে প্রতিষ্ঠানের চারতলার একটি কক্ষে আটকে রাখেন। পরে পুলিশ এসে শিক্ষককে জনরোষ থেকে রক্ষা করে থানায় নিয়ে যায়। এছাড়াও আরবি শিক্ষকের কৌশলে মাদ্রাসার জনপ্রিয় অধ্যক্ষ শেখ দ্বীন মোহাম্মদকে প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান জনিরদ্দীন পদত্যাগে বাধ্য করেন। এ ঘটনার প্রতিবাদে গতকাল তিনজন শিক্ষক একযোগে পদত্যাগ করেছেন, যা শিক্ষাপ্রতিষ্ঠানের পরিস্থিতি আরও জটিল করেছে।
জানা গেছে, অভিযুক্ত তারিকুল ইসলাম ৯ মাস আগে মহিউদ্দিন একাডেমিতে আরবি শিক্ষক হিসেবে যোগ দেন। যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে ছাত্রীদের সাথে অশোভন আচরণের অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে মহিউদ্দিন একাডেমির ভাইস চেয়ারম্যান জনিরদ্দীন বলেন, অভিযুক্ত শিক্ষক তারিকুল ইসলাম গতকালই চাকরি থেকে অব্যহতি নিয়েছেন। পদত্যাগ করা তিন শিক্ষক অন্যত্র চাকরি পেয়ে পদত্যাগ করেছেন বলে জানান তিনি।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাঈদ জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে অবরুদ্ধ শিক্ষককে উদ্ধার করি। তবে লিখিত অভিযোগ না থাকায় অভিযুক্ত শিক্ষককে প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান জনিরদ্দিনের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।’