দর্শনায় আখচাষিদের সঙ্গে মতবিনিময় সভায় কেরু এমডি রাব্বিক হাসান
মিলটি টিকে থাকলে অর্থনৈতিকভাবে সচ্ছলতা আসবে
- আপলোড টাইম : ০৯:৪০:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
- / ২০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আখচাষিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে মিল গেট পূর্ব সাব জোনের ১৫ নম্বর ইউনিটে এই আখচাষি সমাবেশ হয়। আখচাষি কল্যাণ সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক আ. বারির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাব্বিক হাসান।
তিনি বলেন, ‘আপনারা আখ চাষ করুন, আগামীতে আখের মূল্য আরও বৃদ্ধি করা হবে। কেরু অ্যান্ড কোম্পানি আপনাদের সার্বিক সহযোগিতা করবে। এই মিলটি টিকে থাকলে তা আপনাদের অর্থনৈতিকভাবে সচ্ছলতা এনে বেদে। আগামী অর্থবছরে আখের মূল্য প্রতি টনে ৬ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হবে।’ তিনি আখচাষিদের উদ্দেশ্যে বলেন, ’আপনারা ভালো বীজের আখ লাগাবেন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন আখ সরবরাহ করবেন। অধিক চিনি আহরণের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন ও টপট্রাসমুক্ত আখ মিলে সরবরাহ করার আহ্বান জানাই।’
সভায় বিশেষ অতিথি ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা, মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া, ডিজিএম কৃষি (সম্প্রসারণ) মাহাবুবুর রহমান। এছাড়া ১৫ নম্বর ইউনিটের প্রায় ১০০ জন আখচাষী উপস্থিত ছিলেন।