নিজস্ব প্রতিবেদক: নিজ গাড়ীতে জাতীয় পতাকা ব্যবহার করে জাতীয় পতাকার অবমাননা করে এলাকায় তুমল আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন মেহেরপুর জেলা পরিষদের ১নম্বর ওয়ার্ড সদস্য শাহিন উদ্দিন (শাহীন) সে আনন্দবাস গ্রামের সিরাজুল ইসলাম (মিয়া) এর ছেলে । বিধি অনুয়ায়ী যে কেউ ইচ্ছা করলেই গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করতে পারেন না। এ নিয়ে সোমবার সন্ধ্যায় ফিতাজ মল্লিক নামের এক ব্যাক্তি মুজিবনগর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। ফিতাজ মল্লিক তার জিডিতে তিনি উল্লেখ করেছেন, গত ২২ ফেব্রুয়ারি দুপুর ১টা ২০মিনিটের সময় মেহেরপুর জেলা পরিষদের ১নম্বর ওয়ার্ড সদস্য শাহিন উদ্দিন তার নিজস্ব নোয়া ব্রান্ডের মাইক্রোবাসে ফ্লাগ স্ট্যাডে জাতীয় পতাকা ব্যবহার করে জাতীয় পতাকার অবমাননা করেছেন। এ বিষয়টি ফেসবুকে মাধ্যমে সবার নজরে আসে। মুজিবনগর উপজেলা ছাত্রলীগের আইডিতে পতাকা টাঙানো মাইক্রোর ছবি এবং ভূয়া মেজর নামের সংবাদের পত্রিকার একটি কাটিং পোষ্ট করা হয়। শিরোনাম ছিল ভূয়া মেজর এখন ভূয়া মন্ত্রী। পতাকা টাঙানো গাড়িটি ২২ তারিখে কেদারগঞ্জের এফএম বাজারের সিসি ক্যামেরায় ধরা পড়ে। মঙ্গলবার জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য শাহীন উদ্দীন মুজিবনগর থানায় মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকুনুজ্জামান রোকন এর বিরুদ্ধে একটি সাধারণ ডায়রী (জিডি) করেছেন। মেহেরপুর জেলা পরিষদের ১নম্বর ওয়ার্ড সদস্য শাহিন উদ্দিন শাহীনের এহেন কর্মকান্ডে হতবাক এলাকাবাসী। চলবে...!
সমীকরণ প্রতিবেদন