শিরোনাম:
গাংনীতে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু
প্রতিবেদক, গাংনী:
- আপলোড টাইম : ১০:৫১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
- / ১৮ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে ফাতেমা খাতুন (১২) নামের এক মানসিক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে তার মৃত্যু হয়। ফাতেমা খাতুন করমদী গ্রামের সৌদি প্রবাসী ইমারুল ইসলামের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য তৌহিদ হোসেন জানান, শনিবার দুপুরের দিকে ফাতেমা খাতুন তার চাচা এনামুল হকের সাথে বাড়ির পাশে পাঞ্জাব মণ্ডলের পুকুরে গোসল করতে গিয়েছিল। গোসল শেষ করে চাচা এনামুল পুকুর থেকে উঠলেও ফাতেমা খাতুনকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে ফাতেমা খাতুনের মা ববিতা খাতুনসহ প্রতিবেশীরা পুকুরে খোঁজাখুঁজির একপর্যায়ে ফাতেমা খাতুনকে উদ্ধার করা হয়। এরপর তাকে স্থানীয় সন্ধানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।