গাংনী প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা
- আপলোড টাইম : ১০:৩২:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
- / ১৭ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনী প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে প্রেসক্লাবের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সহযোগী সদস্যদের মধ্যে থেকে চারজনকে পূর্ণাঙ্গ সদস্য পদ দেওয়া হয়। গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহাবুব আলমের সঞ্চালনায় সদস্যরা আলোচনা সভায় মতামত ব্যক্ত করেন। সভায় নির্বাহী কমিটিতে প্রস্তাবিত বেশ কয়েকজন সহযোগী সদস্যদের মধ্যে থেকে চারজনকে পূর্ণাঙ্গ সদস্য পদ দেওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। পূর্ণাঙ্গ সদস্য প্রাপ্তরা হলেন- দৈনিক লাখোকণ্ঠ পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি এস এম রফিকুল আলম বকুল, দৈনিক বাংলার মেহেরপুর জেলা প্রতিনিধি সোহেল রানা বাবু, মেহেরপুর চোখের বার্তা সম্পাদক মীর শামীম, দৈনিক আজকের সূত্রপাতের মেহেরপুর জেলা প্রতিনিধি শাহীন আলী।
আলোচনায় অংশগ্রহণ করেন প্রেসক্লাবের সহসভাপতি মজনুর রহমান আকাশ, আরটিভির মেহেরপুর জেলা প্রতিনিধি মাজেদুল হক মানিক, সাবেক সভাপতি রমজান আলী, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রাজিবুল হক সুমন, যুগ্ম সম্পাদক জুরাইস ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক জিনারুল ইসলাম দিপুসহ সকল সদস্য। নতুন সদস্যদের প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।