গাংনীতে নবাগত ডিসি সিফাত মেহনাজের সাথে কর্মকর্তা ও সুধীজনের মতবিনিময় সভা
- আপলোড টাইম : ০৭:৩৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
- / ১৭ বার পড়া হয়েছে
মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজ গাংনী উপজেলার কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে গাংনী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। সভায় আরও উপস্থিত ছিলেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রানী, গাংনী মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সামসুল আলম সোনা, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ।
এসময় গাংনী উপজেলার নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ও সমস্যা সমাধানের জন্য নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজের নিকট বিভিন্ন পর্যায়ের নেতারা যুক্তি তুলে ধরেন।