মেহেরপুরে পাঁচ সদস্যবিশিষ্ট BLAST এর কমিটি গঠন
- আপলোড টাইম : ০৯:০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
- / ২১ বার পড়া হয়েছে
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (BLAST) কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে দুস্থ ও অসহায় মানুষের জন্য বিনা খরচে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে পাঁচ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটিতে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মারুফ আহমেদ বিজনের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে অ্যাড. মারুফ আহমেদ বিজনকে দায়িত্ব প্রদান করা হয়। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পান অ্যাড. সাদ্দাম হোসেন। কমিটির অন্য সদস্যরা হলেন অ্যাড. কামরুল হাসান, অ্যাড. ইমতিয়াজ বীন হারুন এবং অ্যাড. বুলবুলি খাতুন।
দায়িত্ব গ্রহণের পর অ্যাড. মারুফ আহমেদ বিজন বলেন, ‘মেহেরপুরে অনেক দুস্থ ও অসহায় মানুষ আইনি সহায়তা থেকে বঞ্চিত হয়, আর্থিক সংকটের কারণে তারা সঠিকভাবে মামলা পরিচালনা করতে পারেন না। BLAST এর মাধ্যমে আমরা এসব মানুষের পাশে দাঁড়িয়ে বিনা খরচে আইনি সহায়তা প্রদান করব, যাতে তারা সঠিক বিচার পেতে পারে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘুরে দাঁড়াতে সক্ষম হয়।’ এদিকে, BLAST এর এই উদ্যোগ মেহেরপুরের অসহায় মানুষদের জন্য আশার আলো হয়ে উঠবে বিবেচনা করছেন সাধারণ মানুষ।