ইপেপার । আজ বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার তাগিদ

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:৫৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • / ৭৯ বার পড়া হয়েছে

তৃণমূল থেকে দলকে সুসংগঠিত করতে চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় পৌর শহরের শিখন কিন্ডার গার্ডেন বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দলকে তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত করা এখন সময়ের দাবি। তৃণমূলের শক্তি ও সংহতি না থাকলে কোনো দলই দীর্ঘমেয়াদী সফলতা অর্জন করতে পারে না। আমাদের লক্ষ্য হলো তৃণমূল থেকে নেতৃত্ব তৈরির মাধ্যমে মহিলা দলের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখা।

রউফ উর নাহার রিনা আরও বলেন, মহিলা দলের নেত্রী ও কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রত্যেকটি ওয়ার্ডের সংগঠনকে সক্রিয় করে রাজনৈতিক আন্দোলন ও সামাজিক কার্যক্রমে জড়িত হতে হবে। তৃণমূলের ভূমিকা দলকে শক্তিশালী করে এবং নেতৃত্বকে গণমানুষের সেবায় কাজে লাগাতে হবে।

সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি ও পৌর কাউন্সিলর শেফালী খাতুন এবং সাধারণ সম্পাদক জাহানারা পারভীন। এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি কুদ্দুস মহলদার, মহিলা দলের নেত্রী আসমা খাতুন, জিনিয়া খাতুন, নাজমা খাতুন, রুকসানা, আম্বিয়া খাতুন, রুপা বেগম, ময়না বেগমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার তাগিদ

আপলোড টাইম : ০৮:৫৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

তৃণমূল থেকে দলকে সুসংগঠিত করতে চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় পৌর শহরের শিখন কিন্ডার গার্ডেন বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দলকে তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত করা এখন সময়ের দাবি। তৃণমূলের শক্তি ও সংহতি না থাকলে কোনো দলই দীর্ঘমেয়াদী সফলতা অর্জন করতে পারে না। আমাদের লক্ষ্য হলো তৃণমূল থেকে নেতৃত্ব তৈরির মাধ্যমে মহিলা দলের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখা।

রউফ উর নাহার রিনা আরও বলেন, মহিলা দলের নেত্রী ও কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রত্যেকটি ওয়ার্ডের সংগঠনকে সক্রিয় করে রাজনৈতিক আন্দোলন ও সামাজিক কার্যক্রমে জড়িত হতে হবে। তৃণমূলের ভূমিকা দলকে শক্তিশালী করে এবং নেতৃত্বকে গণমানুষের সেবায় কাজে লাগাতে হবে।

সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি ও পৌর কাউন্সিলর শেফালী খাতুন এবং সাধারণ সম্পাদক জাহানারা পারভীন। এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি কুদ্দুস মহলদার, মহিলা দলের নেত্রী আসমা খাতুন, জিনিয়া খাতুন, নাজমা খাতুন, রুকসানা, আম্বিয়া খাতুন, রুপা বেগম, ময়না বেগমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।