ইপেপার । আজ বুধবার, ২৬ মার্চ ২০২৫

মেহেরপুরে গ্রাম আদালত নিয়ে সমন্বয় সভা

প্রতিবেদক, মেহেরপুর সদর:
  • আপলোড টাইম : ০৭:৫৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • / ৯১ বার পড়া হয়েছে

মেহেরপুরে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রচার-প্রচারণা পরিচালনা ও স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা করেছে জেলা প্রশাসন। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ। সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শামীম হোসেন। সভায় সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, ‘গ্রাম আদালতের ক্ষমতায়ন সম্পর্কে সাধারণ মানুষের মাঝে ব্যাপকভাবে প্রচার চালাতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, যেন সাধারণ মানুষ দ্রুত বিচার পায়। অনেক মানুষ গ্রাম আদালতে সঠিক বিচার না পাওয়ায় উচ্চ আদালতের দ্বারস্ত হয়, ফলে মামলা বেড়ে বিচারকাজে ধীরগতি তৈরি হচ্ছে। এর থেকে মুক্তি পেতে গ্রাম আদালতের প্রচার-প্রচারণা বাড়াতে হবে এবং চেয়ারম্যানদের নিরপেক্ষ থাকতে হবে।’

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মেহেরপুরে গ্রাম আদালত নিয়ে সমন্বয় সভা

আপলোড টাইম : ০৭:৫৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

মেহেরপুরে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রচার-প্রচারণা পরিচালনা ও স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা করেছে জেলা প্রশাসন। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ। সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শামীম হোসেন। সভায় সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, ‘গ্রাম আদালতের ক্ষমতায়ন সম্পর্কে সাধারণ মানুষের মাঝে ব্যাপকভাবে প্রচার চালাতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, যেন সাধারণ মানুষ দ্রুত বিচার পায়। অনেক মানুষ গ্রাম আদালতে সঠিক বিচার না পাওয়ায় উচ্চ আদালতের দ্বারস্ত হয়, ফলে মামলা বেড়ে বিচারকাজে ধীরগতি তৈরি হচ্ছে। এর থেকে মুক্তি পেতে গ্রাম আদালতের প্রচার-প্রচারণা বাড়াতে হবে এবং চেয়ারম্যানদের নিরপেক্ষ থাকতে হবে।’