জীবননগরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সমাবেশে জামায়াত আমির রুহুল আমিন
ইসলামিক শ্রমনীতি প্রতিষ্ঠায় কার্যকরি পদক্ষেপ গ্রহণের দাবি
- আপলোড টাইম : ১০:৫৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
- / ৪৭ বার পড়া হয়েছে
জীবননগরের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জীবননগর কলেজ মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জীবননগর উপজেলা শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনটির জীবননগর উপজেলা শাখার সভাপতি শ্রমিক নেতা আতিয়ার রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের ফলে আজ নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে দেশের মানুষ। দীর্ঘ ১৬ বছর পর দেশের জনগণ এখন শান্তিতে নিঃশ্বাস নিচ্ছে। এই অর্জন ধরে রাখতে আমাদেরকে বিনয়ী হতে হবে, ধৈর্য্যধারণ করতে হবে। সব শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরি করতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক চেতনার কল্যাণ রাষ্ট্র গঠনে প্রত্যেক কর্মীকে আদর্শ, ন্যায়পরায়ণ, সততা, সভ্যতা, দক্ষতা অর্জন এবং সাহসিকতার সাথে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হতে হবে।
এসময় তিনি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ ও ইসলামিক শ্রমনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান। সেইসঙ্গে সব ভেদাভেদ ভুলে গিয়ে দেশ গঠনে অগ্রগামী ভূমিকা পালনের জন্য উপস্থিত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা শাখার অন্যতম উপদেষ্টা অ্যাডভোকেট আসাদুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, উপদেষ্টা জিয়াউল হক, মাওলানা সাজেদুর রহমান, জেলা সেক্রেটারি মাহফুজুর রহমান, অধ্যক্ষ সাখাওয়াত হোসেন, ইমাম আশাবুল হক, হাফেজ ফিরোজ হোসেন, সাংবাদিক মাজেদুর রহমান লিটন, ব্যবসায়ী জাহিদুর রহমান, শ্রমিক নেতা সুলতান আহাম্মদ, মাওলানা মফিজুর রহমান, ইউপি সদস্য আরেফিন হোসেন, শ্রমিক নেতা সিরাজুল ইসলাম, মাহবুব হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শ্রমিক নেতা ইব্রাহিম খলিল।