ইপেপার । আজ শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

দর্শনা সীমান্ত দিয়ে হুন্ডির ২৩ লাখ ৪৮ হাজার টাকা পাচারকালে দুই পাচারকারী আটক

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ১০:৪৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • / ১১৫ বার পড়া হয়েছে

দর্শনার সীমান্তবর্তী শ্যামপুর থেকে হুন্ডির ২৩ লাখ ৪৮ হাজার ১০০ টাকা অবৈধভাবে ভারতে পাচারকালে দুজনকে আটক করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামের কাশেম আলীর ছেলে আরিফুল ইসলাম (২৬) ও দর্শনা পৌর এলাকার সীমান্তবর্তী জয়নগরের মরহুম মস্তর আলীর ছেলে শওকত (৫২)। তারা আন্তঃদেশীয় হুন্ডি পাচারকারী চক্রের সদস্য।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপনে খবর পেয়ে দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক জিয়াউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল শ্যামপুর তিন রাস্তার মোড়ে অবস্থান নেয়। এসময় দুজনকে একটি মোটরসাইকেলযোগে সীমান্ত এলাকা দিয়ে দর্শনার দিকে আসতে দেখলে বিজিবি সশস্ত্র টহল দল তাদের চ্যালেঞ্জ করে। ওই সময় তারা পালানোর চেষ্টা করেন।

তবে বিজিবি সশস্ত্র টহল দল তাদের একটি কালো ব্যাগসহ আটক করে। পরবর্তীতে তল্লাশি করে ব্যাগে বাংলাদেশি নগদ অবৈধ ২৩ লাখ ৪৮ হাজার ১০০ টাকা পাওয়া যায়। ওই সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। টাকাসহ আটক দুজনকে দর্শনা থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দর্শনা সীমান্ত দিয়ে হুন্ডির ২৩ লাখ ৪৮ হাজার টাকা পাচারকালে দুই পাচারকারী আটক

আপলোড টাইম : ১০:৪৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

দর্শনার সীমান্তবর্তী শ্যামপুর থেকে হুন্ডির ২৩ লাখ ৪৮ হাজার ১০০ টাকা অবৈধভাবে ভারতে পাচারকালে দুজনকে আটক করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামের কাশেম আলীর ছেলে আরিফুল ইসলাম (২৬) ও দর্শনা পৌর এলাকার সীমান্তবর্তী জয়নগরের মরহুম মস্তর আলীর ছেলে শওকত (৫২)। তারা আন্তঃদেশীয় হুন্ডি পাচারকারী চক্রের সদস্য।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপনে খবর পেয়ে দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক জিয়াউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল শ্যামপুর তিন রাস্তার মোড়ে অবস্থান নেয়। এসময় দুজনকে একটি মোটরসাইকেলযোগে সীমান্ত এলাকা দিয়ে দর্শনার দিকে আসতে দেখলে বিজিবি সশস্ত্র টহল দল তাদের চ্যালেঞ্জ করে। ওই সময় তারা পালানোর চেষ্টা করেন।

তবে বিজিবি সশস্ত্র টহল দল তাদের একটি কালো ব্যাগসহ আটক করে। পরবর্তীতে তল্লাশি করে ব্যাগে বাংলাদেশি নগদ অবৈধ ২৩ লাখ ৪৮ হাজার ১০০ টাকা পাওয়া যায়। ওই সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। টাকাসহ আটক দুজনকে দর্শনা থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।