ইপেপার । আজ শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

বৈষম্য দূরীকরণে সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ দাবি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • / ৪৩ বার পড়া হয়েছে

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের আগ পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন করেছেন বেসরকারি মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল মঙ্গলবার সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহের বিভিন্ন উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসার শিক্ষকরা দাবি আদায়ে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেন। এক দফা দাবিতে চুয়াডাঙ্গার বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের আয়োজনে মানববন্ধন ও জেলা প্রশসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি পেশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কের পাশে এই মানববন্ধন করেন জেলার সকল শিক্ষক। মানববন্ধনে তারা বৈষম্য দূরীকরণ, মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনে বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখার দাবি জানান। এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের চার দফা পেশ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন চুয়াডাঙ্গা একাডেমি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিনা বেগম, শ্রীকল বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গণি, ডিঙ্গেদহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মুন্সি মুজিবুর রহমান, তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, বদরগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. রুহুল আমিন প্রমুখ। মানববন্ধনে শিক্ষকরা বলেন, সরকারি সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত বেসরকারি শিক্ষকবৃন্দ। আমাদেরেক জাতীয়করণ করতে হবে। আমরা শিক্ষক ও শিক্ষিকাদের জাতীয়করণের এক দফা দাবি বাস্তবায়ন চাই। বক্তারা বলেন, সরকারি বিদ্যালয়ের শিক্ষকেরা যে পরিমাণ সুযোগ-সুবিধা পান, তা বেসরকারি কোনো শিক্ষকরা পান না। আমরা কোনো বৈষম্য চাই না। শিক্ষা ক্ষেত্রে সংস্কার চাই। বক্তারা সরকারি শিক্ষকদের বেতন কাঠামো ও বেসরকারি শিক্ষকদের বেতন কাঠামোর বৈষম্য দূর করে সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণের দাবি জানান। মানববন্ধন শেষে উপস্থিত সকল শিক্ষকরা শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কাছে।

এদিকে, আলমডাঙ্গা উপজেলা পরিষদের সামনে দাবি আদায়ে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষা পরিবার ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকারা অংশ নেন। মানববন্ধনের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা একাডেমিক সুপারভাইজার ইমরুল হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক। তিনি বলেন, সমগ্র বাংলাদেশের বেসরকারি স্কুলে যেভাবে লেখাপড়া করানো হয়, সেভাবে কিন্তু সরকারি স্কুলে হয় না। এরপরেও বেসরকারি শিক্ষকরা বৈষম্যের শিকার। প্রধান শিক্ষক আবু তৈয়বের উপস্থাপনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলার বিভিন্ন বেসরকারি প্রধান শিক্ষক আবুল কাশেম মোল্লা, আনোয়ার রশিদ সাগর, আব্বাস উদ্দিন, রফিকুল ইসলাম, নুরুল ইসলাম দিপু, আলহাজ্ব মনিরুজ্জামান, ফজলুল হক শামিম, মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল লতিফ, প্রধান শিক্ষক আবরদুল হামিদ, ফরিদুল ইসলাম, সহকারী শিক্ষক রহিদুল ইসলাম ও বিপ্লব প্রমুখ।

অপর দিকে, দামুড়হুদায় মাধ্যমিক শিক্ষা পরিবার ব্যানারে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহলের নিকট স্মারকলিপি পেশ করেছেন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। গতকাল বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে তারা স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে শিক্ষককেরা বৈষম্য দূরীকরণে মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আহ্বায়ক পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজান আলী, হোগলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল হক, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ফাহমিদা রহমান, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারিক, দামুড়হুদা ডিএস দাখিল মাদ্রাসার সুপার মুজাফফর রহমান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুক্তারপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি বখতিয়ার উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন জুড়ানপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক।

oppo_0

অপর দিকে, একই দাবিতে গতকাল বেলা ১১টায় সময় জীবননগরে বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের আয়োজনে শহরের বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জীবননগর বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি পাভেল মেহমুদ আব্দুর রব এতে সভাপতিত্ব করেন। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন হাসাদহ কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আখতারুজ্জামান, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শরিফ উদ্দিন, সেনেরহুদা জান্নাতুল খাদরা মাদ্রাসার সুপার মাওলানা শরিফুল ইসলাম, শাপলাকলি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বাকি বিল্লাহ, মিনাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার, সিংনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, পাঁকা দারুস সালাম দাখিল মাদ্রাসার সুপার ওয়াহিদুজ্জামান, ধোপাখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ। মানববন্ধন শেষে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নারায়ণচন্দ্র পালের নিকট স্বারক লিপি প্রদান করেন তারা। মানববন্ধনটির সার্বিক পরিচালনা করেন জীবননগর উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আবুল হাশেম।

এছাড়াও, স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে মুজিবনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার। গতকাল বেলা ১১টায় মুজিবনগর উপজেলা শহরের প্রাণকেন্দ্র কেদারগঞ্জ বাজারে এই কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য দেন গোপালনগর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জহিরুল ইসলাম, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, শিবপুরর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুস সালাম, জয়পুর-তারানগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, দারিয়াপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম, শিবপুর দারুল কোরআন দাখিল মাদ্রাসার সহসুপার মাওলানা ফেরাতুল ইসলাম নাঈম। মানববন্ধনে উপজেলার মাধ্যমিক স্তরের ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা অংশ নেন। মানববন্ধন সঞ্চালনা করেন এমএম একাডেমির সহকারী শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক বায়েজিদ হোসেন। পরে সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষকবৃন্দ স্মারকলিপি প্রদান করেন।

অপর দিকে, বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে শহরের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ শিক্ষক নেতারা অংশ নেয়। মানববন্ধনে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মহিউদ্দিন, সহসভাপতি খলিলুর রহমান, সিনিয়র সহসভাপতি আব্দুল মোমিন, শিক্ষক নেতা আব্দুস সাত্তার, রুহুল আমিন, লিয়াকত আলী, সাথী খাতুন, আলমগীর হোসেন, সাবদার আলী প্রমুখ বক্তব্য দেন। বক্তারা, শিক্ষায় বৈষম্য দূর করে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান। সেই সাথে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখারও আহ্বান জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা সচিবের বরাবর তাদের দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন।

অন্যদিকে, সারা দেশের ন্যায় একই দাবিতে হরিণাকুণ্ডুতে মানববন্ধন ও শিক্ষক সমাবেশ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষক পরিবার। মানববন্ধন শেষে তারা হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে শিক্ষা সচিব বরাবর দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। এরপূর্বে দোয়েল চত্বরে আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান বক্তা থেকে বক্তব্য দেন শিক্ষক সমিতির হরিনাকুণ্ডু উপজেলা সভাপতি আবুল হাসান মাস্টার। বিশেষ অতিথির বক্তব্য দেন হরিণাকুণ্ডু শিক্ষক সমিতির সেক্রেটারি মাকসুদুল হক টিটু। এছাড়াও এই মানববন্ধনে অংশ নেন শিক্ষক নেতা খালেকুজ্জামান খালেক, নিয়ামত আলী, রেজাউল ইসলাম, জামিনুর রহমান, জামাল হোসেনসহ উপজেলার অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

error: Content is protected !!

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

বৈষম্য দূরীকরণে সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ দাবি

আপলোড টাইম : ১০:২১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের আগ পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন করেছেন বেসরকারি মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল মঙ্গলবার সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহের বিভিন্ন উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসার শিক্ষকরা দাবি আদায়ে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেন। এক দফা দাবিতে চুয়াডাঙ্গার বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের আয়োজনে মানববন্ধন ও জেলা প্রশসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি পেশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কের পাশে এই মানববন্ধন করেন জেলার সকল শিক্ষক। মানববন্ধনে তারা বৈষম্য দূরীকরণ, মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনে বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখার দাবি জানান। এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের চার দফা পেশ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন চুয়াডাঙ্গা একাডেমি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিনা বেগম, শ্রীকল বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গণি, ডিঙ্গেদহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মুন্সি মুজিবুর রহমান, তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, বদরগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. রুহুল আমিন প্রমুখ। মানববন্ধনে শিক্ষকরা বলেন, সরকারি সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত বেসরকারি শিক্ষকবৃন্দ। আমাদেরেক জাতীয়করণ করতে হবে। আমরা শিক্ষক ও শিক্ষিকাদের জাতীয়করণের এক দফা দাবি বাস্তবায়ন চাই। বক্তারা বলেন, সরকারি বিদ্যালয়ের শিক্ষকেরা যে পরিমাণ সুযোগ-সুবিধা পান, তা বেসরকারি কোনো শিক্ষকরা পান না। আমরা কোনো বৈষম্য চাই না। শিক্ষা ক্ষেত্রে সংস্কার চাই। বক্তারা সরকারি শিক্ষকদের বেতন কাঠামো ও বেসরকারি শিক্ষকদের বেতন কাঠামোর বৈষম্য দূর করে সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণের দাবি জানান। মানববন্ধন শেষে উপস্থিত সকল শিক্ষকরা শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কাছে।

এদিকে, আলমডাঙ্গা উপজেলা পরিষদের সামনে দাবি আদায়ে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষা পরিবার ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকারা অংশ নেন। মানববন্ধনের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা একাডেমিক সুপারভাইজার ইমরুল হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক। তিনি বলেন, সমগ্র বাংলাদেশের বেসরকারি স্কুলে যেভাবে লেখাপড়া করানো হয়, সেভাবে কিন্তু সরকারি স্কুলে হয় না। এরপরেও বেসরকারি শিক্ষকরা বৈষম্যের শিকার। প্রধান শিক্ষক আবু তৈয়বের উপস্থাপনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলার বিভিন্ন বেসরকারি প্রধান শিক্ষক আবুল কাশেম মোল্লা, আনোয়ার রশিদ সাগর, আব্বাস উদ্দিন, রফিকুল ইসলাম, নুরুল ইসলাম দিপু, আলহাজ্ব মনিরুজ্জামান, ফজলুল হক শামিম, মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল লতিফ, প্রধান শিক্ষক আবরদুল হামিদ, ফরিদুল ইসলাম, সহকারী শিক্ষক রহিদুল ইসলাম ও বিপ্লব প্রমুখ।

অপর দিকে, দামুড়হুদায় মাধ্যমিক শিক্ষা পরিবার ব্যানারে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহলের নিকট স্মারকলিপি পেশ করেছেন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। গতকাল বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে তারা স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে শিক্ষককেরা বৈষম্য দূরীকরণে মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আহ্বায়ক পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজান আলী, হোগলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল হক, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ফাহমিদা রহমান, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারিক, দামুড়হুদা ডিএস দাখিল মাদ্রাসার সুপার মুজাফফর রহমান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুক্তারপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি বখতিয়ার উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন জুড়ানপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক।

oppo_0

অপর দিকে, একই দাবিতে গতকাল বেলা ১১টায় সময় জীবননগরে বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের আয়োজনে শহরের বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জীবননগর বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি পাভেল মেহমুদ আব্দুর রব এতে সভাপতিত্ব করেন। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন হাসাদহ কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আখতারুজ্জামান, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শরিফ উদ্দিন, সেনেরহুদা জান্নাতুল খাদরা মাদ্রাসার সুপার মাওলানা শরিফুল ইসলাম, শাপলাকলি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বাকি বিল্লাহ, মিনাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার, সিংনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, পাঁকা দারুস সালাম দাখিল মাদ্রাসার সুপার ওয়াহিদুজ্জামান, ধোপাখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ। মানববন্ধন শেষে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নারায়ণচন্দ্র পালের নিকট স্বারক লিপি প্রদান করেন তারা। মানববন্ধনটির সার্বিক পরিচালনা করেন জীবননগর উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আবুল হাশেম।

এছাড়াও, স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে মুজিবনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার। গতকাল বেলা ১১টায় মুজিবনগর উপজেলা শহরের প্রাণকেন্দ্র কেদারগঞ্জ বাজারে এই কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য দেন গোপালনগর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জহিরুল ইসলাম, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, শিবপুরর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুস সালাম, জয়পুর-তারানগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, দারিয়াপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম, শিবপুর দারুল কোরআন দাখিল মাদ্রাসার সহসুপার মাওলানা ফেরাতুল ইসলাম নাঈম। মানববন্ধনে উপজেলার মাধ্যমিক স্তরের ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা অংশ নেন। মানববন্ধন সঞ্চালনা করেন এমএম একাডেমির সহকারী শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক বায়েজিদ হোসেন। পরে সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষকবৃন্দ স্মারকলিপি প্রদান করেন।

অপর দিকে, বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে শহরের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ শিক্ষক নেতারা অংশ নেয়। মানববন্ধনে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মহিউদ্দিন, সহসভাপতি খলিলুর রহমান, সিনিয়র সহসভাপতি আব্দুল মোমিন, শিক্ষক নেতা আব্দুস সাত্তার, রুহুল আমিন, লিয়াকত আলী, সাথী খাতুন, আলমগীর হোসেন, সাবদার আলী প্রমুখ বক্তব্য দেন। বক্তারা, শিক্ষায় বৈষম্য দূর করে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান। সেই সাথে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখারও আহ্বান জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা সচিবের বরাবর তাদের দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন।

অন্যদিকে, সারা দেশের ন্যায় একই দাবিতে হরিণাকুণ্ডুতে মানববন্ধন ও শিক্ষক সমাবেশ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষক পরিবার। মানববন্ধন শেষে তারা হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে শিক্ষা সচিব বরাবর দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। এরপূর্বে দোয়েল চত্বরে আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান বক্তা থেকে বক্তব্য দেন শিক্ষক সমিতির হরিনাকুণ্ডু উপজেলা সভাপতি আবুল হাসান মাস্টার। বিশেষ অতিথির বক্তব্য দেন হরিণাকুণ্ডু শিক্ষক সমিতির সেক্রেটারি মাকসুদুল হক টিটু। এছাড়াও এই মানববন্ধনে অংশ নেন শিক্ষক নেতা খালেকুজ্জামান খালেক, নিয়ামত আলী, রেজাউল ইসলাম, জামিনুর রহমান, জামাল হোসেনসহ উপজেলার অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।