চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে
ইসলামী আন্দোলনের সৌজন্য সাক্ষাৎ
- আপলোড টাইম : ০১:৫১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম এবং পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার প্রতিনিধি দল। গতকাল রাতে ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আশিকুল আলম প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সজীবের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন জেলা সহসভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজিজী, সেক্রেটারি তুষার ইমরান সরকার, যুগ্ম সেক্রেটারি আলিমুজ্জামান, সদস্য মুফতি আব্দুস সালাম, চুয়াডাঙ্গা পৌর শাখার সভাপতি নাসির উদ্দিন এবং সেক্রেটারি আলমগীর হোসেন।
এসময় ইসলামী আন্দোলনের নেতৃত্ববৃন্দ নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অভিনন্দন জানান। সৌজন্য সাক্ষাৎ করার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপার ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্ববৃন্দকে ধন্যবাদ জানান। জেলা সভাপতি হাসানুজ্জামান সজীব চুয়াডাঙ্গা জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।