ইপেপার । আজ শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

কালীগঞ্জে রাস্তার পাশে পড়েছিল অজ্ঞাত বৃদ্ধর লাশ

ঝিনাইদহ, অফিস:
  • আপলোড টাইম : ০১:২৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ১২ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকা থেকে অজ্ঞাত (৬০) বৃদ্ধর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ৯টার দিকে যশোর—ঝিনাইদহ মহসড়কের পিরোজপুর এলাকায় রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে পথচারীরা। খবর পেয়ে কালীগঞ্জ উপজেলার বারবাজার হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
গ্রামবাসীরা জানায়, গতকাল সকালে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
বারবাজার হাইওয়ে থানার এসআই ফজলুর রহমান জানান, নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে। তিনি বলেন, ধারণা করা হচ্ছে রোববার রাতের কোন এক সময় চলন্ত গাড়ির ধাক্কায় তিনি রাস্তার পাশে পড়ে তিনি নিহত হতে পারেন। কারণ তার মাথায় ও বুকে আঘাতের চিহ্ন আছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

error: Content is protected !!

কালীগঞ্জে রাস্তার পাশে পড়েছিল অজ্ঞাত বৃদ্ধর লাশ

আপলোড টাইম : ০১:২৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকা থেকে অজ্ঞাত (৬০) বৃদ্ধর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ৯টার দিকে যশোর—ঝিনাইদহ মহসড়কের পিরোজপুর এলাকায় রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে পথচারীরা। খবর পেয়ে কালীগঞ্জ উপজেলার বারবাজার হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
গ্রামবাসীরা জানায়, গতকাল সকালে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
বারবাজার হাইওয়ে থানার এসআই ফজলুর রহমান জানান, নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে। তিনি বলেন, ধারণা করা হচ্ছে রোববার রাতের কোন এক সময় চলন্ত গাড়ির ধাক্কায় তিনি রাস্তার পাশে পড়ে তিনি নিহত হতে পারেন। কারণ তার মাথায় ও বুকে আঘাতের চিহ্ন আছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।