সেনেরহুদা দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- আপলোড টাইম : ০৯:১৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
- / ২০ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলার সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কেরাত, হামদ-নাত ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে মাদ্রাসার হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার সুপার মাওলানা মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাদ্রাসার দাতা সদস্য মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সহসুপার মাওলানা মো. ফয়জুল আহমেদ ও শিক্ষক মাওলানা মো. মহিউদ্দিন। এছাড়া বক্তব্য দেন শিক্ষক মেহেদী হাসান, মাওলানা ওসমান গনি, বিল্লাল হোসেন, আব্দুল খালেক, মিসফিকুর রহমান ও শিক্ষিকা সারমিন সুলতানা। অনুষ্ঠান উপস্থাপনা করেন মাদ্রাসার শিক্ষক ক্বারী মাওলানা মো. ইসমাইল হোসেন।