দামুড়হুদায় পল্লী পশু চিকিৎসককে জরিমানা
- আপলোড টাইম : ০৮:৫৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
- / ২২ বার পড়া হয়েছে
দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের এক পল্লী পশু চিকিৎসককে ভুল প্রেসক্রিপশন দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ৩ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল রোববার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেওয়া হয়। অভিযুক্ত পল্লী পশু চিকিৎসক হলেন জয়রামপুর হাজীপাড়ার ওবায়দুর রহমান রনু। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাফসিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার হ্যাপি।
জানা যায়, জয়রামপুর গ্রামের এক কৃষকের গরু অসুস্থ হলে পল্লী পশু চিকিৎসক ওবায়দুর রহমান রনুকে ডাকা হয়। তিনি গরুকে দেখে একটি প্রেসক্রিপশন দেন। কিন্তু ওষুধ সেবনের পর গরুর অবস্থা আরও খারাপ হয়ে যায়। গরুর মালিক প্রেসক্রিপশনটি নিয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা নীলিমা আক্তারের কাছে গেলে তিনি বুঝতে পারেন, পল্লী পশু চিকিৎসকের প্রেসক্রিপশন দেওয়ার বৈধতা নেই এবং তিনি ভুল চিকিৎসা করেছেন। এরপর বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) কে জানানো হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওবায়দুর রহমানকে পশু চিকিৎসা আইন ২০১৯-এর ৩৫ ধারায় দোষী সাব্যস্ত করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তিনি জরিমানার টাকা পরিশোধ করে মুক্ত হন।