আ.লীগের প্রতি চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগ নেত্রীদের অনাস্থা
সহ-সভাপতিসহ ৮ নেতা-কর্মীর পদত্যাগ
- আপলোড টাইম : ০৭:৩৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
- / ১৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের ওপর অনাস্থা জানিয়ে চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী যুব মহিলা লীগের সহসভাপতিসহ ৮ নেত্রী পদত্যাগ করেছেন। গতকাল শনিবার বিকেল চারটায় সাংগঠনিক সম্পাদক স্বপ্না খাতুন চিনির ঈদগাহ পাড়াস্থ বাড়িতে সাংবাদিকদের উপস্থিতিতে তারা পদত্যাগের ঘোষণা দেন।
সূত্রে জানা যায়, আওয়ামী লীগের প্রতি অনাস্থা প্রকাশের কারণে এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তারা। পদত্যাগকারী নেত্রীরা হলেন- চুয়াডাঙ্গা যুব মহিলা লীগের সহসভাপতি পূর্ণিমা রাণী হালদার, মিমি আক্তার, সাংগঠনিক সম্পাদক স্বপ্না খাতুন চিনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইভা খাতুন, পৌর যুব মহিলা লীগের ৯ নম্বর ওয়ার্ডের সহসভাপতি আরজিনা খাতুন, বেবী খাতুন, আলেয়া খাতুন এবং মিতা রানী দাস।
সাংবাদিকদের নিকট আরজিনা খাতুন তার বক্তব্যে বলেন, ‘আওয়ামী লীগ সরকারের স্বৈরাচার শাসন ব্যবস্থা কায়েম ও গণতন্ত্র ক্ষুণ্ন করায় আমি আওয়ামী মহিলা যুবলীগ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জেলা মহিলা লীগের সভাপতির সঙ্গেও যোগাযোগ হচ্ছে না।’
পূর্ণিমা রাণী হালদার জানান, ‘আমরা যুব মহিলা লীগের পদ-পদবি থেকে স্বেচ্ছায়, স্বজ্ঞানে, কোনো ভয়-ভীতি ছাড়াই পদত্যাগ করছি। যে সরকার দেশ ছেড়ে পালিয়ে যায় এবং গুলি করে ছাত্রদের হত্যা করে, সেই সরকার কোনো গণতান্ত্রিক সরকার হতে পারে না। সেই সরকার স্বৈরাচারী সরকার। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, তাই সেই সরকারের দল থেকে আমরা পদত্যাগ করছি।’
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে নাম প্রকাশ না করার শর্তে তার ঘনিষ্ঠ একটি সূত্র বলেন, আফরোজা পারভীন আর রাজনীতি করবেন না এবং তিনিও যে কোনো সময় পদত্যাগ করতে পারেন।