ইপেপার । আজ শনিবার, ০৫ অক্টোবর ২০২৪
ফুটপাতের দোকান সরিয়ে যানজট নিরসনের উদ্যোগ

চুয়াডাঙ্গা বড় বাজারের যানজট নিরসনে ফল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

সড়কে ফিরবে শৃঙ্খলা, সুফল পাবে মানুষ; পুলিশ সুপারের উদ্যোগকে স্থানীয়দের সাধুবাদ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৭:০০:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
  • / ১৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা শহরের বড় বাজার শহীদ হাসান চত্বরের দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে বড় বাজার ফল ব্যবসায়ীদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে জেলা পুলিশ। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। সভায় পুলিশ সুপার বড় বাজার এলাকার ফুটপাত ও সড়ক দখল করে থাকা ফল ব্যবসায়ীদের দোকান সরিয়ে যানজট নিরসনের কার্যকরী পদক্ষেপ নেন। গতকাল জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
সভায় উপস্থিত ফল ব্যবসায়ী নেতৃবৃন্দ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা একমত হন যে, শহীদ হাসান চত্বরসহ বড় বাজারের আশেপাশের গুরুত্বপূর্ণ ফুটপাত ও সড়ক ফল ব্যবসায়ীদের দখলে থাকায় পথচারীদের চলাচলে বাঁধা সৃষ্টি হচ্ছে এবং যানজট ক্রমাগত বাড়ছে। এ পরিস্থিতির ফলে পথচারীরা সড়কে নামতে বাধ্য হচ্ছে, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে এবং শহরের স্বাভাবিক যান চলাচল ব্যহত হচ্ছে।

এদিকে, মতবিনিময় সভায় ফল ব্যবসায়ীদের নির্ধারিত স্থানে দোকান স্থানান্তর ও ব্যবসায়ীরা ফুটপাত ছেড়ে দিয়ে শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে সহযোগিতার বিষয়ে জানতে পেরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। স্থানীয়দের মতে, ফল ব্যবসায়ীরা ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় পথচারীরা সঠিকভাবে হাঁটাচলা করতে পারছে না। এর পাশাপাশি যানবাহনের সংখ্যা বাড়তে থাকায় ট্রাফিক পুলিশও ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছে না। ফলে বড় বাজারে যানজটের সৃষ্টি ও সাধারণ পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ট্রাফিক পুলিশের সদস্যরা এবং ফল ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, ‘ফল ব্যবসায়ীদের সহযোগিতার মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করা হবে। এতে বড় বাজারের যানজট নিরসন হবে এবং শহরের সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। আমরা আশা করছি, এই উদ্যোগে স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা সমানভাবে উপকৃত হবে।’

এদিকে, শহরের ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে পুলিশ সুপারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। তাদের আশা দ্রুত বিষয়টির সমাধান হবে, এবং এর সুফল পাবে সাধারণ পথচারী থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষ।

রবিউল ইসলাম নামের এক পথচারী বলেন, ‘বড় বাজারে ফুটপাতে ফলের দোকান থাকায় হাঁটাচলায় খুব সমস্যায় পড়তে হয়। একেবারে প্রধান সড়কের ওপর দিয়ে চলাচল করতে হয়। এতে দুর্ঘটনার শঙ্কা তো থাকেই, সাথে যানজটের সৃষ্টি হয়। ফেসবুকে দেখলাম নবাগত পুলিশ সুপার ফল ব্যবসায়ীদের সাথে বসে সমস্যাটির সমাধান করেছেন। যদি তাই হয়, তাহলে এটা খুবই ভালো খবর। আমি পুলিশ সুপারকে ধন্যবাদ জানাই।’

আব্দুল মালেক নামের এক বেসরকারি চাকরিজীবী বলেন, ফুটপাত দখলমুক্ত হলে সবার জন্যই সুবিধা। তবে আরেকটি সমস্যা এখনো রয়ে গিয়েছে। যত্রতত্র ইজিবাইক পার্কিং, সড়কের ওপর হঠাৎ ইজিবাইক থামিয়ে যাত্রী ওঠানো। এগুলোর জন্য যানজট ও দুর্ঘটনার শঙ্কা থেকে যায়। এ বিষয়টি নিয়েও ভাবা উচিত।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

error: Content is protected !!

ফুটপাতের দোকান সরিয়ে যানজট নিরসনের উদ্যোগ

চুয়াডাঙ্গা বড় বাজারের যানজট নিরসনে ফল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

সড়কে ফিরবে শৃঙ্খলা, সুফল পাবে মানুষ; পুলিশ সুপারের উদ্যোগকে স্থানীয়দের সাধুবাদ

আপলোড টাইম : ০৭:০০:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা শহরের বড় বাজার শহীদ হাসান চত্বরের দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে বড় বাজার ফল ব্যবসায়ীদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে জেলা পুলিশ। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। সভায় পুলিশ সুপার বড় বাজার এলাকার ফুটপাত ও সড়ক দখল করে থাকা ফল ব্যবসায়ীদের দোকান সরিয়ে যানজট নিরসনের কার্যকরী পদক্ষেপ নেন। গতকাল জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
সভায় উপস্থিত ফল ব্যবসায়ী নেতৃবৃন্দ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা একমত হন যে, শহীদ হাসান চত্বরসহ বড় বাজারের আশেপাশের গুরুত্বপূর্ণ ফুটপাত ও সড়ক ফল ব্যবসায়ীদের দখলে থাকায় পথচারীদের চলাচলে বাঁধা সৃষ্টি হচ্ছে এবং যানজট ক্রমাগত বাড়ছে। এ পরিস্থিতির ফলে পথচারীরা সড়কে নামতে বাধ্য হচ্ছে, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে এবং শহরের স্বাভাবিক যান চলাচল ব্যহত হচ্ছে।

এদিকে, মতবিনিময় সভায় ফল ব্যবসায়ীদের নির্ধারিত স্থানে দোকান স্থানান্তর ও ব্যবসায়ীরা ফুটপাত ছেড়ে দিয়ে শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে সহযোগিতার বিষয়ে জানতে পেরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। স্থানীয়দের মতে, ফল ব্যবসায়ীরা ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় পথচারীরা সঠিকভাবে হাঁটাচলা করতে পারছে না। এর পাশাপাশি যানবাহনের সংখ্যা বাড়তে থাকায় ট্রাফিক পুলিশও ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছে না। ফলে বড় বাজারে যানজটের সৃষ্টি ও সাধারণ পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ট্রাফিক পুলিশের সদস্যরা এবং ফল ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, ‘ফল ব্যবসায়ীদের সহযোগিতার মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করা হবে। এতে বড় বাজারের যানজট নিরসন হবে এবং শহরের সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। আমরা আশা করছি, এই উদ্যোগে স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা সমানভাবে উপকৃত হবে।’

এদিকে, শহরের ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে পুলিশ সুপারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। তাদের আশা দ্রুত বিষয়টির সমাধান হবে, এবং এর সুফল পাবে সাধারণ পথচারী থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষ।

রবিউল ইসলাম নামের এক পথচারী বলেন, ‘বড় বাজারে ফুটপাতে ফলের দোকান থাকায় হাঁটাচলায় খুব সমস্যায় পড়তে হয়। একেবারে প্রধান সড়কের ওপর দিয়ে চলাচল করতে হয়। এতে দুর্ঘটনার শঙ্কা তো থাকেই, সাথে যানজটের সৃষ্টি হয়। ফেসবুকে দেখলাম নবাগত পুলিশ সুপার ফল ব্যবসায়ীদের সাথে বসে সমস্যাটির সমাধান করেছেন। যদি তাই হয়, তাহলে এটা খুবই ভালো খবর। আমি পুলিশ সুপারকে ধন্যবাদ জানাই।’

আব্দুল মালেক নামের এক বেসরকারি চাকরিজীবী বলেন, ফুটপাত দখলমুক্ত হলে সবার জন্যই সুবিধা। তবে আরেকটি সমস্যা এখনো রয়ে গিয়েছে। যত্রতত্র ইজিবাইক পার্কিং, সড়কের ওপর হঠাৎ ইজিবাইক থামিয়ে যাত্রী ওঠানো। এগুলোর জন্য যানজট ও দুর্ঘটনার শঙ্কা থেকে যায়। এ বিষয়টি নিয়েও ভাবা উচিত।