ইপেপার । আজ শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গার বেলগাছীতে জামায়াতের কর্মী সমাবেশে

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৩:০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • / ১৬ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বেলগাছী ইউনিয়ন শাখার আয়োজনে বেলগাছী বোর্ড বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বেলগাছী ইউনিয়ন জামায়াতের আমির আমান উদ্দিন। প্রধান অতিথি থেকে বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের নায়েবে আমির ও ডাউকি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী মাস্টার।

তিনি বলেন, ‘হযরত মোহাম্মদ (সা.) যেমন মক্কায় কুরআনের দাওয়াত দেওয়ার কারণে নির্যাতনের শিকার হয়েছিলেন, তেমনি আমাদেরও কুরআনের দাওয়াত দিতে বাধা দেওয়া হয়েছে। মিথ্যা মামলা দিয়ে আমাদের জেলে পাঠানো হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু স্বৈরাচারী সরকার আমাদের দলকে বিলুপ্ত করতে চাইলেও আজ আমরা মুক্তভাবে ইসলামের দাওয়াত প্রচার করছি।’

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, সহকারী সেক্রেটারি প্রভাষক শফিউল আলম বকুল, ডাউকি ইউনিয়ন জামায়াতের আমির সজিবুর রহমান ও বেলগাছী ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলগাছী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা শওকত আলী, অর্থ সম্পাদক আব্দুল জব্বার, শ্রমিক কল্যাণের সভাপতি আশরাফুল আলম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলমসহ কর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

error: Content is protected !!

আলমডাঙ্গার বেলগাছীতে জামায়াতের কর্মী সমাবেশে

আপলোড টাইম : ০৩:০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

আলমডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বেলগাছী ইউনিয়ন শাখার আয়োজনে বেলগাছী বোর্ড বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বেলগাছী ইউনিয়ন জামায়াতের আমির আমান উদ্দিন। প্রধান অতিথি থেকে বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের নায়েবে আমির ও ডাউকি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী মাস্টার।

তিনি বলেন, ‘হযরত মোহাম্মদ (সা.) যেমন মক্কায় কুরআনের দাওয়াত দেওয়ার কারণে নির্যাতনের শিকার হয়েছিলেন, তেমনি আমাদেরও কুরআনের দাওয়াত দিতে বাধা দেওয়া হয়েছে। মিথ্যা মামলা দিয়ে আমাদের জেলে পাঠানো হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু স্বৈরাচারী সরকার আমাদের দলকে বিলুপ্ত করতে চাইলেও আজ আমরা মুক্তভাবে ইসলামের দাওয়াত প্রচার করছি।’

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, সহকারী সেক্রেটারি প্রভাষক শফিউল আলম বকুল, ডাউকি ইউনিয়ন জামায়াতের আমির সজিবুর রহমান ও বেলগাছী ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলগাছী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা শওকত আলী, অর্থ সম্পাদক আব্দুল জব্বার, শ্রমিক কল্যাণের সভাপতি আশরাফুল আলম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলমসহ কর্মীবৃন্দ।