ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দুর্নীতির বিরুদ্ধে

ইউওনও বরাবর ছাত্র-জনতার স্মারকলিপি প্রদান

প্রতিবেদক, গাংনী:
  • আপলোড টাইম : ০৯:০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
  • / ১ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেছে ছাত্র-জনতা। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হয়ে তার হাতে এই স্মারকলিপি প্রদান করে ছাত্র-জনতা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস একটা দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। গত ৫ আগস্টের আগে এই উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামত বাবদ সরকারি ২ লাখ টাকার মধ্যে থেকে বিভিন্ন শিক্ষকদের ভয়-ভীতি প্রদর্শন করে তাদের কাছ থেকে ৮ হাজার থেকে ১০ হাজার করে টাকা গ্রহণ করেছেন। সেই সাথে শিক্ষকদের সাথে চরম দুর্ব্যবহার করেছেন। তাছাড়া তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের প্রতি অতি উৎসাহী হয়ে ছাত্র-জনতার আন্দোলনকে নস্যাৎ করার বিভিন্ন পরিকল্পনার কথা শিক্ষকদের জানিয়েছিলেন।
শিক্ষকেরা আমাদের জাতি গঠনের কারিগর তাদের হাতেই আমাদের হাতেখড়ি। তাই শিক্ষকদের এই অমর্যাদা এবং অনৈতিকভাবে টাকা দিতে বাধ্য করা আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে। গত ৫ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অর্জিত সফলতা ফ্যাসিস্ট সরকারের এই সমস্ত তেলবাজরা নষ্ট করার যে অপচেষ্টা চালাচ্ছে, তা প্রতিহত করার জন্য প্রয়োজনে আমরা ছাত্র শিক্ষক জনতা মিলে গাংনী উপজেলাসহ মেহেরপুর জেলাব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তুলবো। বিধায় এই সমস্ত দুর্নীতিবাজদের অবিলম্বে অবসান পূর্বক বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য স্মারকলিপিতে আবেদন জানানো হয়েছে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা তাদের স্মারকলিপি গ্রহণ করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। ছাত্র-জনতার পক্ষে স্মারকলিপি প্রদান করেন গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমেদ, ছাত্রনেতা সোহেল রানা প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দুর্নীতির বিরুদ্ধে

ইউওনও বরাবর ছাত্র-জনতার স্মারকলিপি প্রদান

আপলোড টাইম : ০৯:০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

মেহেরপুরের গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেছে ছাত্র-জনতা। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হয়ে তার হাতে এই স্মারকলিপি প্রদান করে ছাত্র-জনতা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস একটা দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। গত ৫ আগস্টের আগে এই উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামত বাবদ সরকারি ২ লাখ টাকার মধ্যে থেকে বিভিন্ন শিক্ষকদের ভয়-ভীতি প্রদর্শন করে তাদের কাছ থেকে ৮ হাজার থেকে ১০ হাজার করে টাকা গ্রহণ করেছেন। সেই সাথে শিক্ষকদের সাথে চরম দুর্ব্যবহার করেছেন। তাছাড়া তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের প্রতি অতি উৎসাহী হয়ে ছাত্র-জনতার আন্দোলনকে নস্যাৎ করার বিভিন্ন পরিকল্পনার কথা শিক্ষকদের জানিয়েছিলেন।
শিক্ষকেরা আমাদের জাতি গঠনের কারিগর তাদের হাতেই আমাদের হাতেখড়ি। তাই শিক্ষকদের এই অমর্যাদা এবং অনৈতিকভাবে টাকা দিতে বাধ্য করা আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে। গত ৫ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অর্জিত সফলতা ফ্যাসিস্ট সরকারের এই সমস্ত তেলবাজরা নষ্ট করার যে অপচেষ্টা চালাচ্ছে, তা প্রতিহত করার জন্য প্রয়োজনে আমরা ছাত্র শিক্ষক জনতা মিলে গাংনী উপজেলাসহ মেহেরপুর জেলাব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তুলবো। বিধায় এই সমস্ত দুর্নীতিবাজদের অবিলম্বে অবসান পূর্বক বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য স্মারকলিপিতে আবেদন জানানো হয়েছে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা তাদের স্মারকলিপি গ্রহণ করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। ছাত্র-জনতার পক্ষে স্মারকলিপি প্রদান করেন গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমেদ, ছাত্রনেতা সোহেল রানা প্রমুখ।