জীবননগর উপজেলার বিশ্বব্যপী যুদ্ধ বন্ধ ও শান্তির পক্ষে নানা কর্মসূচি পালন
- আপলোড টাইম : ১১:০৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০১৬
- / ৪৪৫ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: জীবননগর উপজেলায় বিশ্বব্যপী যুদ্ধ বন্ধ ও শান্তির পক্ষে শান্তি পদযাত্রা, আলোচনা সভা ও স্বাক্ষর ক্যাম্পেইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৯.০০ টায় উপজেলা পরিষদ চত্বরে স্বাক্ষরতা ক্যাম্পেইন ও চত্বর থেকে শান্তি পদযাত্রা শুরু হয়ে বাসমতি হোটেলের সামনে শেষ হয়। এর পর বাসমতি হোটেলের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা পর্বের শুরুতে বিশ্বব্যপী যুদ্ধ বন্ধ ও শান্তির পক্ষে অবস্থান পত্র পাঠ করেন বেসরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের সহকারী প্রোগ্রাম অপিসার জেসমিন আক্তার পপি। অবস্থান পত্রে উঠে আসে প্রথম ও দ্বিতীয় বিশ্ব যুদ্ধ সংঘটিত হওয়ার পর থেকে বর্তমানে ইরাক, সিরিয়া ও লিবিয়াসহ বিশ্বের নানা প্রান্তে যুদ্ধাবস্থার পাশাপাশি মতাদর্শিক জঙ্গীগোষ্ঠীর সন্ত্রাস বিস্তৃতি লাভ করেছে। আমাদের দেশেও জঙ্গীগোষ্ঠীর হামলার ধারাবাহিকতায় সম্প্রতি গুলশান ও শোলাকিযায় সংঘটিত জঙ্গী হামলার নৃশংতা ও ভয়াবহ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপি শান্তি ও উন্নয়নের অগ্রযাত্রা ব্যহত হচ্ছে। বেসরকারী সংস্থা ওয়েব ফাউন্ডেশনের আয়োজনে প্রেক্ষাপটে দেশের জঙ্গীগোষ্ঠী গুলো ও বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধের লক্ষ্যে বিশ্বব্যপী যুদ্ধ বন্ধ ও শান্তির পক্ষে শান্তি পদযাত্রা, আলোচনা সভা ও স্বাক্ষর গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সীমান্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মোঃ আব্দুল লতিফ অমল, উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেমনের সমন্বয়কারী আব্দুস শুকুর , স্বাগত বক্তব্য রাখেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদ, সীমান্ত ইউনিয়ন লোকমোর্চা সাধারন সম্পাদক আ.শুকুর, সীমান্ত ইউনিয়নের প্রবীণ কমিটির সাধারন সম্পাদক মো: আজিজুল হক ও জীবননগর উপজেলা লোকমোর্চার নির্বাহী সদস্য রেনুকা আক্তার রেনু প্রমুখ।