আন্দুলবাড়ীয়ায় সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০৯:৪৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
- / ১৮ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রথমবারের মতো ঐতিহাসিক সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ আসর আন্দুলবাড়ীয়া হাইস্কুলের বাজার ফুটবল মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হারুন-অর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা জামায়াতে ইসলামীর আমির মো. রুহুল আমিন। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যশোর সদর সম্মিলনী ফাজিল মাদ্রাসার প্রভাষক মুহাম্মদ হাসান আল মামুন (লাল)। দ্বিতীয় বক্তা ছিলেন আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা সাইফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হযরত মাওলানা সাজেদুর রহমান ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাখাওয়াত হোসেন। প্রধান অতিথির সফর সঙ্গী ছিলেন জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক হযরত মাওলানা হাফিজুর রহমান, সদস্য হযরত মাওলানা মহিউদ্দীন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হযরত মাওলানা ইসরাইল হোসেন, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আজিজুর রহমান, জামায়াতে ইসলামীর অন্যতম নেতা মোহা. রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাজেদুর রহমান লিটন, জাহিদুল ইসলাম জাহিদ, ইউনিয়ন জামায়াত নেতা মোল্লা হাসিবুল ইসলাম শান্ত। মাহফিল উপস্থাপনা করেন ছাত্রনেতা গোলাম মোক্তাদির। সার্বিক সহযোগিতা করেন কাজী শিলন, বিপুল হোসেন, মনিরুজ্জামান মনি, মনোয়ার হোসেন, ফরহাদ হোসেন ডাকু প্রমুখ।