জীবননগর হাসাদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত
- আপলোড টাইম : ১১:০৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০১৬
- / ৩৯২ বার পড়া হয়েছে
হাসাদাহ (জীবননগর) প্রতিনিধি: গতকাল সকাল ১০ঘটিকার সময় জীবননগর উপজেলা হাসাদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমা্েবশে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি রবিউল ইসলাম রবি বিশ্বাস। সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বিলকিছ আক্তার এবং অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য মনিরুজ্জামান রিপন (দৈনিক নতুন খবর প্রতিনিধি, হাসাদাহ), বদরুজ্জামান শ্যামল, আব্দুল আলিম মোল্লা, আব্দুর রশিদ সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। সমাবেশে বিদ্যালয়ে লেখাপড়ার মান উন্নয়ন সহ বিদ্যালয়ের সার্বিক অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়। সভাপতি তার বক্তব্য বলেন বর্তমানে লেখাপড়ার মান উন্নয়নসহ সার্বিক সহোযগিতার আশ্বাস ব্যাক্ত করেন। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান।