ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি পেশ

চুয়াডাঙ্গায় নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা বাতিলের এক দফা দাবি

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:৫০:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • / ৩৫ বার পড়া হয়েছে


সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত নবম শ্রেণির শিক্ষার্থীদের নতুন পাঠ্যপুস্তকের আলোকে ডিসেম্বর-২০২৪ এ অনুষ্ঠিতব্য বার্ষিক পরীক্ষা বাতিলের দাবিসহ ইংরেজি ২০২৫ সালের ১লা জানুয়ারির মধ্যে দশম শ্রেণির নতুন পাঠ্য বই প্রদান, এসএসসি ২০২৬-এর সিলেবাস ও চূড়ান্ত পরীক্ষা পদ্ধতি প্রকাশের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি প্রদান করেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে শিক্ষার্থীরা চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমানের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে।

এসময় শিক্ষার্থীরা বলেন, বিগত সরকারের আমলে প্রণীত শিক্ষা কারিকুলামের অধীনে পাঠ গ্রহণ করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হয়। বর্তমানে অন্তর্বর্তী সরকার নতুন কারিকুলাম বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। গত সরকারের আমলে নতুন কারিকুলামে আমরাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি। সে কারণে আমরা মানসিকভাবে ভেঙ্গে পড়েছি। শিক্ষা জীবনের অন্যতম ও প্রাথমিক মূল্যবান ধাপ এসএসসি পরীক্ষা।

আপনার নির্দেশনা অনুযায়ী মাত্র এক বছরের শুধুমাত্র ১০ শ্রেণির শিক্ষা গ্রহণের মাধ্যমে আমাদেরকে ইংরেজি ২০২৬ সালে এসএসসি পরীক্ষা দিতে হবে। ২০২৪ সালের জুলাই মাস পর্যন্ত নতুন শিক্ষা কারিকুলামে যে পাঠদান করানো হয়েছে, তা দূর্বোধ্য ছিল ও শিক্ষা জীবনের জন্য ইতিবাচক না। বছরের ৮ মাস অতিক্রম হয়েছে, অথচ আমাদের পাঠ গ্রহণ আশানুরুপ ও সন্তোষজনক নয়।

এসময় উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী খন্দকার আহনাফ নাইমুল মানিক, হাসান শাহরিয়া অপূর্ব, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তাসনিয়া তাসনিম, এম এ বারী হাইস্কুলের আহেদ রেজা, চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের তামিম আহমেদ, ঝিনুক মাধ্যমিক বিদ্যাপীঠের নুসরাত জাহান, চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সাদমান সিদ্দিক সাদ প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি পেশ

চুয়াডাঙ্গায় নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা বাতিলের এক দফা দাবি

আপলোড টাইম : ১০:৫০:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪


সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত নবম শ্রেণির শিক্ষার্থীদের নতুন পাঠ্যপুস্তকের আলোকে ডিসেম্বর-২০২৪ এ অনুষ্ঠিতব্য বার্ষিক পরীক্ষা বাতিলের দাবিসহ ইংরেজি ২০২৫ সালের ১লা জানুয়ারির মধ্যে দশম শ্রেণির নতুন পাঠ্য বই প্রদান, এসএসসি ২০২৬-এর সিলেবাস ও চূড়ান্ত পরীক্ষা পদ্ধতি প্রকাশের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি প্রদান করেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে শিক্ষার্থীরা চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমানের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে।

এসময় শিক্ষার্থীরা বলেন, বিগত সরকারের আমলে প্রণীত শিক্ষা কারিকুলামের অধীনে পাঠ গ্রহণ করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হয়। বর্তমানে অন্তর্বর্তী সরকার নতুন কারিকুলাম বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। গত সরকারের আমলে নতুন কারিকুলামে আমরাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি। সে কারণে আমরা মানসিকভাবে ভেঙ্গে পড়েছি। শিক্ষা জীবনের অন্যতম ও প্রাথমিক মূল্যবান ধাপ এসএসসি পরীক্ষা।

আপনার নির্দেশনা অনুযায়ী মাত্র এক বছরের শুধুমাত্র ১০ শ্রেণির শিক্ষা গ্রহণের মাধ্যমে আমাদেরকে ইংরেজি ২০২৬ সালে এসএসসি পরীক্ষা দিতে হবে। ২০২৪ সালের জুলাই মাস পর্যন্ত নতুন শিক্ষা কারিকুলামে যে পাঠদান করানো হয়েছে, তা দূর্বোধ্য ছিল ও শিক্ষা জীবনের জন্য ইতিবাচক না। বছরের ৮ মাস অতিক্রম হয়েছে, অথচ আমাদের পাঠ গ্রহণ আশানুরুপ ও সন্তোষজনক নয়।

এসময় উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী খন্দকার আহনাফ নাইমুল মানিক, হাসান শাহরিয়া অপূর্ব, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তাসনিয়া তাসনিম, এম এ বারী হাইস্কুলের আহেদ রেজা, চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের তামিম আহমেদ, ঝিনুক মাধ্যমিক বিদ্যাপীঠের নুসরাত জাহান, চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সাদমান সিদ্দিক সাদ প্রমুখ।