ইপেপার । আজ শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ছাত্র-জনতার শোভাযাত্রায় হামলা, ১৪ আসামি কারাগারে

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১১:৩৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • / ১৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর থানাধীন পিরোজখালীতে গত ৬ আগস্টে ছাত্র-জনতার শোভাযাত্রায় হামলার ঘটনায় দায়েরকৃত মামলার ১৪ আসামি আত্মসমর্পন করেছেন। এসময় তারা জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে এ ঘটনায় একই এলাকার মৃত মুছাব ম-লের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে ৪৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন। মামলার নামীয় ১৪ আসামি গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এসময় বিচারক রিপন হোসেন জামিন নামঞ্জুর করে ১৪ জন আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশত্যাগ করেন। পরদিন ৬ আগস্ট এ ঘটনায় পিরোজখালীতে ছাত্র-জনতা মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন নিয়ে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রায় সন্ত্রাসী হামলার অভিযোগে সদর থানায় মামলাটি দায়ের করা হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, শোভাযাত্রায় আসামিরা পরিকল্পিতভাবে হামলা চালায়, যেখানে আগ্নেয়াস্ত্র, ককটেল এবং দেশীয় অস্ত্র ব্যবহার করে তারা ভয়াবহ সহিংসতা সৃষ্টি করে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয় এবং আহত একজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

error: Content is protected !!

চুয়াডাঙ্গায় ছাত্র-জনতার শোভাযাত্রায় হামলা, ১৪ আসামি কারাগারে

আপলোড টাইম : ১১:৩৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা সদর থানাধীন পিরোজখালীতে গত ৬ আগস্টে ছাত্র-জনতার শোভাযাত্রায় হামলার ঘটনায় দায়েরকৃত মামলার ১৪ আসামি আত্মসমর্পন করেছেন। এসময় তারা জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে এ ঘটনায় একই এলাকার মৃত মুছাব ম-লের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে ৪৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন। মামলার নামীয় ১৪ আসামি গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এসময় বিচারক রিপন হোসেন জামিন নামঞ্জুর করে ১৪ জন আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশত্যাগ করেন। পরদিন ৬ আগস্ট এ ঘটনায় পিরোজখালীতে ছাত্র-জনতা মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন নিয়ে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রায় সন্ত্রাসী হামলার অভিযোগে সদর থানায় মামলাটি দায়ের করা হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, শোভাযাত্রায় আসামিরা পরিকল্পিতভাবে হামলা চালায়, যেখানে আগ্নেয়াস্ত্র, ককটেল এবং দেশীয় অস্ত্র ব্যবহার করে তারা ভয়াবহ সহিংসতা সৃষ্টি করে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয় এবং আহত একজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।