ইপেপার । আজ বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

চুয়াডাঙ্গায় দমকা হাওয়ার সঙ্গে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

কাল থেকে কমবে বৃষ্টি, বাড়বে গরম : আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৫:৫৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • / ৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় অস্থায়ীভাবে দমকার হাওয়ার সঙ্গে থেমে থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ছয়টা থেকে আগেরদিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ জেলায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রোববার সারাদিন একই পরিস্থিতি থাকবে এবং আগামীকাল সোমবার থেকে বৃষ্টি কমবে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী নি¤œচাপের পর এ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নি¤œচাপটি গভীর স্থল নি¤œচাপে পরিণত হওয়ার প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। গত বৃহস্পতিবার রাত থেকে এ অঞ্চলে দমকা হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত শুরু হয়। শুক্রবার দিনভর আবহাওয়া ঠিক এমনই ছিল। গতকাল শনিবার সকালে শুরু হয় মাঝারি বর্ষণ দিয়ে। এক পর্যায়ে বৃষ্টির পরিমাণ কমে আসলেও থেমে যায়নি পুরোপুরি। এদিকে, নি¤œচাপের প্রভাবে শুরু হওয়া বৃষ্টিতে কাজের প্রয়োজনে ঘরের বাইরে বের হয়ে সংকটে পড়তে হচ্ছে মানুষজনকে। তবে গত কয়েকদিনের ভ্যাপসা গরম থেকে মুক্তি পাওয়ায় অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। যদিও বৃষ্টিতে ভোগান্তির কথাই বেশি বলেছেন শ্রমজীবীরা।

এদিকে, হঠাৎ এমন বৃষ্টির জন্য গভীর নি¤œচাপকে দায়ী করছে আবহাওয়া অধিদপ্তর। গভীর স্থল নি¤œচাপ আকারে নি¤œচাপটির অবস্থান যশোর অঞ্চলে হলেও এটি ক্রমশ ভারতের পশ্চিমবঙ্গের দিকে সরে যাবে। নি¤œচাপের প্রভাবে আজও বৃষ্টি হবে জানিয়ে সংস্থাটি বলছে সোমবার থেকে কমে আসবে বৃষ্টির পরিমাণ।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নি¤œচাপটি গভীর স্থল নি¤œচাপে পরিণত হওয়ায় এ অঞ্চলেরও ওপর দিয়ে ৪০ থেকে ৫৫ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রোববারও একই পরিস্থিতি থাকবে এবং সোমবার থেকে বৃষ্টি কমতে শুরু করবে। তিনি আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে আরও বলেন, বৃষ্টির পর এ জেলায় গরম বাড়তে পারে। এসময় হালকা থেকে মৃদ্যু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

চুয়াডাঙ্গায় দমকা হাওয়ার সঙ্গে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

কাল থেকে কমবে বৃষ্টি, বাড়বে গরম : আবহাওয়া অধিদপ্তর

আপলোড টাইম : ০৫:৫৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় অস্থায়ীভাবে দমকার হাওয়ার সঙ্গে থেমে থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ছয়টা থেকে আগেরদিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ জেলায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রোববার সারাদিন একই পরিস্থিতি থাকবে এবং আগামীকাল সোমবার থেকে বৃষ্টি কমবে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী নি¤œচাপের পর এ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নি¤œচাপটি গভীর স্থল নি¤œচাপে পরিণত হওয়ার প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। গত বৃহস্পতিবার রাত থেকে এ অঞ্চলে দমকা হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত শুরু হয়। শুক্রবার দিনভর আবহাওয়া ঠিক এমনই ছিল। গতকাল শনিবার সকালে শুরু হয় মাঝারি বর্ষণ দিয়ে। এক পর্যায়ে বৃষ্টির পরিমাণ কমে আসলেও থেমে যায়নি পুরোপুরি। এদিকে, নি¤œচাপের প্রভাবে শুরু হওয়া বৃষ্টিতে কাজের প্রয়োজনে ঘরের বাইরে বের হয়ে সংকটে পড়তে হচ্ছে মানুষজনকে। তবে গত কয়েকদিনের ভ্যাপসা গরম থেকে মুক্তি পাওয়ায় অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। যদিও বৃষ্টিতে ভোগান্তির কথাই বেশি বলেছেন শ্রমজীবীরা।

এদিকে, হঠাৎ এমন বৃষ্টির জন্য গভীর নি¤œচাপকে দায়ী করছে আবহাওয়া অধিদপ্তর। গভীর স্থল নি¤œচাপ আকারে নি¤œচাপটির অবস্থান যশোর অঞ্চলে হলেও এটি ক্রমশ ভারতের পশ্চিমবঙ্গের দিকে সরে যাবে। নি¤œচাপের প্রভাবে আজও বৃষ্টি হবে জানিয়ে সংস্থাটি বলছে সোমবার থেকে কমে আসবে বৃষ্টির পরিমাণ।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নি¤œচাপটি গভীর স্থল নি¤œচাপে পরিণত হওয়ায় এ অঞ্চলেরও ওপর দিয়ে ৪০ থেকে ৫৫ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রোববারও একই পরিস্থিতি থাকবে এবং সোমবার থেকে বৃষ্টি কমতে শুরু করবে। তিনি আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে আরও বলেন, বৃষ্টির পর এ জেলায় গরম বাড়তে পারে। এসময় হালকা থেকে মৃদ্যু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।