ইপেপার । আজ বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মৎস্যজীবী দলের পরিচিতি সভায় বিএনপি নেতা শরীফুজ্জামান

ঐক্যের মাধ্যমে আমরা সব ষড়যন্ত্রের মোকাবিলা করব

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৫:৪০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • / ৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা পৌর ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল চারটায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এর আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা পৌর মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমরা আজ এমন এক সময়ে দাঁড়িয়ে আছি, যখন দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা গভীর সংকটের মুখ থেকে বের হতে চেষ্টা করছে। আমাদের দল বিএনপি সবসময় মানুষের অধিকার, গণতন্ত্র, এবং ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিয়েছে। আজকের সভার মূল উদ্দেশ্য হলো দলকে শক্তিশালী করা, ঐক্যবদ্ধ রাখা, এবং মানুষের পাশে থেকে তাদের আস্থা অর্জন করা।’
তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানের আদর্শ এবং নেতৃত্বে আমরা বিশ্বাস করি যে, একমাত্র সুসংগঠিত দলই সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। আমাদের প্রধান লক্ষ্য হবে চুয়াডাঙ্গাকে একটি শান্তিপূর্ণ এবং উন্নত জেলা হিসেবে গড়ে তোলা, যেখানে জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষিত হবে। দল গঠন ও দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। দলীয় ঐক্য ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকল ষড়যন্ত্রের মোকাবিলা করব এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।’
শরীফুজ্জামান বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার পারসন তারেক রহমানের স্বপ্ন পূরণে আমাদের দেশ ও জনগণের জন্য কাজ করতে হবে। এই পথচলায় বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সহযোগিতা, সমর্থন, এবং একনিষ্ঠ পরিশ্রম খুবই গুরুত্বপূর্ণ। এসময় তিনি সবাই মিলে সুন্দর চুয়াডাঙ্গা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে একযোগে কাজ করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন ডিউ-এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, চুয়াডাঙ্গা জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য ও জেলা ওলামা দলের সদস্যসচিব আনোয়ার হোসেন, জেলা মৎস্যজীবী দলের ইকরাম হোসেন ও আলমগীর হোসেন বাবু।
পরিচিতি সভায় আরও উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি কুদ্দুস মহলদার, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহেল, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান লাল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, ৩ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি অহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আল-মামুন রানা, সাংগঠনিক সম্পাদক মানিক শেখসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি।
এছাড়াও ৫ নম্বর ওয়ার্ড সভাপতি রাসেল মল্লিক, সাধারণ সম্পাদক রনি মন্ডল, সাংগঠনিক সম্পাদক হাসানসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি উজ্জল হোসেন নাড়ু, সাধারণ সম্পাদক হীরণ আলী, সাংগঠনিক সম্পাদক সোহেল রানাসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি, এবং পৌর ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড কমিটির সকল সদস্য উপস্থিত ছিল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় মৎস্যজীবী দলের পরিচিতি সভায় বিএনপি নেতা শরীফুজ্জামান

ঐক্যের মাধ্যমে আমরা সব ষড়যন্ত্রের মোকাবিলা করব

আপলোড টাইম : ০৫:৪০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা পৌর ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল চারটায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এর আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা পৌর মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমরা আজ এমন এক সময়ে দাঁড়িয়ে আছি, যখন দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা গভীর সংকটের মুখ থেকে বের হতে চেষ্টা করছে। আমাদের দল বিএনপি সবসময় মানুষের অধিকার, গণতন্ত্র, এবং ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিয়েছে। আজকের সভার মূল উদ্দেশ্য হলো দলকে শক্তিশালী করা, ঐক্যবদ্ধ রাখা, এবং মানুষের পাশে থেকে তাদের আস্থা অর্জন করা।’
তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানের আদর্শ এবং নেতৃত্বে আমরা বিশ্বাস করি যে, একমাত্র সুসংগঠিত দলই সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। আমাদের প্রধান লক্ষ্য হবে চুয়াডাঙ্গাকে একটি শান্তিপূর্ণ এবং উন্নত জেলা হিসেবে গড়ে তোলা, যেখানে জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষিত হবে। দল গঠন ও দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। দলীয় ঐক্য ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকল ষড়যন্ত্রের মোকাবিলা করব এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।’
শরীফুজ্জামান বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার পারসন তারেক রহমানের স্বপ্ন পূরণে আমাদের দেশ ও জনগণের জন্য কাজ করতে হবে। এই পথচলায় বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সহযোগিতা, সমর্থন, এবং একনিষ্ঠ পরিশ্রম খুবই গুরুত্বপূর্ণ। এসময় তিনি সবাই মিলে সুন্দর চুয়াডাঙ্গা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে একযোগে কাজ করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন ডিউ-এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, চুয়াডাঙ্গা জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য ও জেলা ওলামা দলের সদস্যসচিব আনোয়ার হোসেন, জেলা মৎস্যজীবী দলের ইকরাম হোসেন ও আলমগীর হোসেন বাবু।
পরিচিতি সভায় আরও উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি কুদ্দুস মহলদার, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহেল, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান লাল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, ৩ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি অহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আল-মামুন রানা, সাংগঠনিক সম্পাদক মানিক শেখসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি।
এছাড়াও ৫ নম্বর ওয়ার্ড সভাপতি রাসেল মল্লিক, সাধারণ সম্পাদক রনি মন্ডল, সাংগঠনিক সম্পাদক হাসানসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি উজ্জল হোসেন নাড়ু, সাধারণ সম্পাদক হীরণ আলী, সাংগঠনিক সম্পাদক সোহেল রানাসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি, এবং পৌর ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড কমিটির সকল সদস্য উপস্থিত ছিল।