ইপেপার । আজ বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শওকত আলী দিদার হত্যার প্রতিবাদে

চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৫:৩৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • / ৬ বার পড়া হয়েছে


গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানির গাড়িবহরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা এবং ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটুর নেতৃত্বে শহরের কোর্ট মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বড় বাজার শহীদ হাসান চত্বর ঘুরে পুনরায় একই স্থানে ফিরে আসে এবং সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি এহসানুল স্বরাজ, সহসভাপতি আলম উদ্দিন খান, সহসভাপতি ইলিয়াস হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হামিদ উদ্দীন বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব, প্রচার সম্পাদক মাবুদ সরকার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হাসান ও পৌর আহ্বায়ক রুবেল হাসান।

বক্তারা বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রে লিপ্ত। এ ধরনের হামলা ও হত্যাকা-ের মাধ্যমে তারা জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চাইছে। কিন্তু আমরা তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। জাতিকে বিভ্রান্ত করার জন্য যে অপকৌশল তারা গ্রহণ করেছে, তা কোনোভাবেই সফল হবে না। শওকত আলী দিদারের মতো সাহসী নেতার হত্যাকা- আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করবে। আমাদের দলের প্রতিটি নেতা-কর্মীকে আরও সজাগ ও সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর স্বেচ্ছসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান হিমেল, সদস্যসচিব জাকারিয়া ইসলাম শান্ত, যুগ্ম আহ্বায়ক উজ্জল হোসেন, সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক গোলাম শাহরিয়ার লিটন, বিল্লাল হোসেন, সানোয়ার হোসেন, জয়নাল আবেদীন, চুয়াডাঙ্গা পৌর যুগ্ম আহ্বায়ক মহাসিন আলী, এনামুল হক ইমন এবং অন্যান্য স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, মৎস্যজীবী দল এবং বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের নেতা-কর্মীরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

শওকত আলী দিদার হত্যার প্রতিবাদে

চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

আপলোড টাইম : ০৫:৩৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪


গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানির গাড়িবহরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা এবং ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটুর নেতৃত্বে শহরের কোর্ট মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বড় বাজার শহীদ হাসান চত্বর ঘুরে পুনরায় একই স্থানে ফিরে আসে এবং সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি এহসানুল স্বরাজ, সহসভাপতি আলম উদ্দিন খান, সহসভাপতি ইলিয়াস হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হামিদ উদ্দীন বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব, প্রচার সম্পাদক মাবুদ সরকার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হাসান ও পৌর আহ্বায়ক রুবেল হাসান।

বক্তারা বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রে লিপ্ত। এ ধরনের হামলা ও হত্যাকা-ের মাধ্যমে তারা জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চাইছে। কিন্তু আমরা তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। জাতিকে বিভ্রান্ত করার জন্য যে অপকৌশল তারা গ্রহণ করেছে, তা কোনোভাবেই সফল হবে না। শওকত আলী দিদারের মতো সাহসী নেতার হত্যাকা- আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করবে। আমাদের দলের প্রতিটি নেতা-কর্মীকে আরও সজাগ ও সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর স্বেচ্ছসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান হিমেল, সদস্যসচিব জাকারিয়া ইসলাম শান্ত, যুগ্ম আহ্বায়ক উজ্জল হোসেন, সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক গোলাম শাহরিয়ার লিটন, বিল্লাল হোসেন, সানোয়ার হোসেন, জয়নাল আবেদীন, চুয়াডাঙ্গা পৌর যুগ্ম আহ্বায়ক মহাসিন আলী, এনামুল হক ইমন এবং অন্যান্য স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, মৎস্যজীবী দল এবং বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের নেতা-কর্মীরা।